দশ বছর পেরিয়েও হাউজফুল, হইহই করে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘ভীর-জারা’

বাংলাহান্ট ডেস্ক : দশ বছর পর আবারো বড়পর্দায় মুক্তি পেয়েছে ভীর-জারা (Veer-Zaara)। শাহরুখ খান এবং প্রীতি জিন্টার আইকনিক ছবিটি বলিউডের সবথেকে জনপ্রিয় এবং সফল ছবিগুলির মধ্যে অন্যতম। ২০০৪ সালে প্রথম বার মুক্তি পাওয়ার পর আরো কয়েকবার বড়পর্দায় রি রিলিজ করা হয়েছে এই ছবিটি। অবশেষে এবার বক্স অফিসে ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল ভীর-জারা (Veer-Zaara)।

দশ বছর আগে মুক্তি পেয়েছিল ভীর-জারা (Veer-Zaara)

২০০৪ সালের নভেম্বরে মাসে প্রথম মুক্তি পেয়েছিল ভীর-জারা (Veer-Zaara) ছবিটি। শুরুতে খানিক হোঁচট খেলেও দ্রুত বক্স অফিসের হাল ধরে নিয়েছিল শাহরুখ প্রীতি অভিনীত ছবিটি। সে বছর দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি ছিল ভীর-জারা (Veer-Zaara)। দেশে মোট ৬১ কোটি টাকা এবং আন্তর্জাতিক বক্স অফিস থেকে মোট ৩৭ কোটি টাকা, সব মিলিয়ে মোট ৯৮ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।

আরো পড়ুন : ফের হাউসফুল হবে হল, ‘রঘু ডাকাত’ রূপে আসছেন দেব, শুটিং নিয়ে ফাঁস বড় তথ্য

১০০ কোটির ক্লাবে ঢুকল শাহরুখের ছবি

সেবার ১০০ কোটি ছাড়াতে না পারলেও পরবর্তী কালে একাধিক বার বড়পর্দায় মুক্তি পেয়েছে ভীর-জারা (Veer-Zaara)। দর্শকরাও সিনেমা হলে ভিড় করেছেন প্রিয় ছবিটি দেখতে। ফলত ২০০৫ থেকে ২০২৩ এর মধ্যে একাধিক বার মুক্তি পাওয়ায় ২.৫০ কোটি টাকা ঝুলিতে ভরেছে ভীর-জারা (Veer-Zaara)। মাঝে ২০২৩ এ স্বল্প সময়ের জন্য ফের মুক্তি পেয়েছিল ছবিটি। ওইটুকু সময়ের মধ্যেই ৩০ লক্ষ আয় করতে পেরেছিল ভীর-জারা (Veer-Zaara)। তারপর ফের ২০২৪ এর ১৭ ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ভীর-জারা (Veer-Zaara)। এবারে এখনো পর্যন্ত ১.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পুনর্মুক্তির পাঁচ দিনের মধ্যেই এই অঙ্কের টাকা তুলে ফেলেছে শাহরুখ প্রীতির ছবি। সব মিলিয়ে ভীর-জারার (Veer-Zaara) এখনো পর্যন্ত ব্যবসার পরিমাণ ১০২.২৫ কোটি টাকা।

আরো পড়ুন : ‘সব শুকিয়ে গিয়েছে’, নুসরতের ছবিতে ধেয়ে এল অশ্লীল কটাক্ষ, কী উত্তর দিলেন নায়িকা!

দর্শকরা এখনো পছন্দ করছে ভীর-জারা

এই পাঁচ সপ্তাহে দর্শকদের অভাবনীয় সাড়া দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, আরো এক সপ্তাহ দিব্যি ভালো চলবে ভীর-জারা (Veer-Zaara)। উপরন্তু ন্যাশনাল সিনেমা ডে তে মাত্র ৯৯ টাকায় ছবি দেখার অফারও এই ছবির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Veer-Zaara

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পুরনো ছবির প্রতি দর্শকদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এর আগে লায়লা মজনু, রহেনা হ্যায় তেরে দিল মে, রকস্টার এর মতো ছবি আবারো মুক্তি পেয়েছে বড়পর্দায়। এবার সেই তালিকায় সগৌরবে যোগ হল ভীর-জারা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর