আলু থেকে ক্যাপসিকাম,হু হু করে নামল দাম! পুজোর মরশুমে সস্তা সবজি! কোনটার কত রেট জানেন?

বাংলাহান্ট ডেস্ক : টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, আর তার সাথে দোসর ডিভিসির জল ছাড়া, সবকিছু মিলিয়ে সবজির বাজার (Vagetables Market) দিনকয়েক আগেও ছিল আগুন। এমনকি সবজি (Vegetable) কিনতে গিয়ে রীতিমত পকেটে চাপ পড়েছে আমজনতার। শুধু সবজি নয়, প্রায় প্রতিদিন হু হু করে দাম বাড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের।

আরোও পড়ুন : আরেব্বাস! হু হু করে বাড়বে বেতন! পরের বছরেই আসছে সুখবর! চমক মিলল আন্তর্জাতিক সমীক্ষায়

তবে পুজোর আগে সবজির বাজারে (Vegetables Market) কি এল কোনও পরিবর্তন? এককথায় বলতে গেলে, কিঞ্চিৎ স্বস্তি মিলেছে মধ্যবিত্তের কারণ একধাক্কায় মূল্যহ্রাস হয়েছে অনেকটাই। আলু, পটল, ঝিঙে, কপি সহ বিভিন্ন শাকসবজি কিনতে গিয়ে আর কপালে চিন্তার ভাঁজ পড়ছে না সাধারণ মানুষের। আজ কলকাতার বিভিন্ন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে শাকসবজি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

আজকের শাকসবজির বাজারে (Vegetables Market) রেট

আজ এক কেজি বড় পিঁয়াজ কলকাতার খুচরো বাজারে বিক্রি হচ্ছে 56 – 62 টাকায়, এক কেজি ছোট পিঁয়াজ মিলছে 58 – 64 টাকায়। কলকাতার বাজারে আজ এক কেজি আলুর দাম 44 – 48 টাকা। কেজি প্রতি টমেটো আজ বিক্রি হচ্ছে 40 – 44 টাকায়। খুচরো বাজারে প্রতি কেজিতে কাঁচা লঙ্কা  54 – 60 টাকা, মোচা 21 – 23 টাকা, ক্যাপসিকাম 48 – 53 টাকা, গাজর 55 – 61 টাকা, শশা 32 – 36 টাকায় বিক্রি হচ্ছে।

kolkata Vegetables market

 

পুজোর আগে শাকসবজির মূল্য বৃদ্ধি রুখতে বিভিন্ন বাজার পরিদর্শন করছে সরকারের তৈরি টাস্ক ফোর্স। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে আরও বৃদ্ধি করা হবে সুফল বাংলা স্টলের সংখ্যা। সেখান থেকে ন্যায্য মূল্যে শাকসবজি কিনতে পারবেন ক্রেতারা। গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও শাকসবজির দাম কমেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। তাই পুজোর আগে খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর