OMG! ১৫০০ টাকায় বাইক, ৭০ হাজারে Bolero! সত্যিই? এখানে গিয়ে দাম দেখলেই ‘থ’ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি বাইক, চার চাকা গাড়ি বা বাস কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি মাত্র দেড় হাজার টাকা খরচ করলেই হতে পারেন দুই চাকা বাইকের মালিক। এমনকি অল্টো গাড়ি কিনতে পারেন মাত্র ২৪ হাজার টাকায়! ৩৫ হাজার টাকা খরচ করলেই হতে পারেন ট্রাক্টরের মালিক।

দুর্দান্ত কম দামে মিলবে গাড়ি (Vehicles)

ভাবছেন ২০২৪ সালে এসে এ কেমন রূপকথার গল্প শোনাচ্ছি আপনাদের? যে টাকায় গাড়ির (Vehicles) পার্টস পর্যন্ত কিনতে পাওয়া যায় না, সেখানে পুরো গাড়ির (Vehicles) মালিকানা কিনতে পারবেন এই সামান্য টাকায়! চার চাকা গাড়ি থেকে শুরু করে ট্রাক কিংবা বাস, একাধিক ধরনের গাড়ি জলের দরে কেনার সুযোগ করে দিচ্ছে আবগারি দফতর।

Vehicles

গোপালগঞ্জে (Gopalganj) আগামী ২৮ ডিসেম্বর নিলামের আয়োজন করা হচ্ছে। সেখানেই ক্রেতারা নামমাত্র দামে কিনে নিতে পারেন বাইক, গাড়ি, বলেরো, পিকআপ, ট্রাক এবং বাস। আবগারি দফতরের (Excise Department) তরফে প্রকাশিত করা হয়েছে ১৬৪ টি গাড়ির (Vehicle) তালিকা।

আরোও পড়ুন : আজই পাত থেকে সরান এই ৪টি মাছ, শরীরকে ঝাঁঝরা করে ছাড়ে, জন্ম নেয় বড় বড় রোগ

আবগারি বিভাগের পরিচালনায় কালেক্টরেটের কৌশল বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এই নিলামে যে কেউ অংশ নিতে পারেন। মদ নিষেধাজ্ঞা বা আবগারি বিভাগের সুপারিটেন্ডেন্ট অমৃতেশ কুমার বলেন, যে ক্রেতা গাড়ি কিনতে ইচ্ছুক তাকে ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে বা আবগারি বিভাগের অফিসে নির্ধারিত দামের ২০ শতাংশ টাকা জমা করতে হবে। এই টাকা জমা দিলে অংশ নেওয়া যাবে নিলামে।

WhatsApp Image 2024 12 24 at 9.02.18 PM 2024 12 236e7e4795b7e96ab682c8daad90326d

আবগারি দফতরের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, একটি বাইক নিলামে উঠবে মাত্র পনেরশো টাকায়। মাত্র ২৪ হাজার টাকা থেকে শুরু হচ্ছে অল্টো। ৭০ হাজার থেকে ১ লাখের মধ্যে নিলামে উঠবে বলেরো এবং লাক্সারি গাড়ি। ৩৫ হাজার টাকা থেকে দাম শুরু ট্রাকের। বিডিং করে যে ক্রেতা সর্বোচ্চ দাম দিতে পারবেন তাকেই দেওয়া হবে গাড়ির মালিকানা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর