“ভারতকে আক্রমণ করলে ভারত এমন জবাব দেবে যেটা সারা জীবন মনে থাকবে” নাইডু

 

বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকেই পাকিস্তানের তরফ থেকে ভারতের সাথে যুদ্ধের নানান হুমকি আসছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ লাগবে সম্প্রতি এমনটাই দাবি করেন পাক রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ।

এই প্রসঙ্গে আজ বিশাখাপত্তনমের সভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মঞ্চ থেকে পাকিস্তানকে এক হাত নিয়ে তিনি বলেন, “ভারত কখনো কোন দেশকে প্রথমে আঘাত করেনা।

IMG 20190828 202759

টম ডিক ও হ্যারির মতো লোকেরা এখানে আক্রমণ করতে আসে। আমরা কাউকে আক্রমণ করি না। কিন্তু কেউ আক্রমণ করলে ভারত ছেড়ে কথা বলবেন না। এমন জবাব দেবে যেটা সারা জীবন মনে থাকবে আক্রমণকারীর। কাশ্মীর ভারতের অংশ। এই নিয়ে আর কিছু বলতে চাই না।”এই ভাষাতেই পাকিস্তানকে হুংকার দিলেন বেঙ্কাইয়া নাইডু।

সম্পর্কিত খবর