হার্দিক পান্ডিয়ার জায়গা কেড়ে নিতে চলেছে এই বিধ্বংসী প্লেয়ার, যুবরাজের ঝলক রয়েছে তার মধ্যে

বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশের বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে টিম ইন্ডিয়ার। রবিবার নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার পর দুটো দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে ফেলেছে উইলিয়ামসনের কালো ঘোড়ারা। এরপর ভারতের সঙ্গে নামিবিয়ার ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষা ছাড়া আর কিছু নয়। তাই ভারতকে এবার তাকাতে হবে সামনের দিকে। অলরাউন্ডার এর ক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এই বিশ্বকাপে বারবার সমস্যায় পড়েছে ভারতীয় দল গত বেশ কয়েক মাস ধরেই হার্দিক পান্ডিয়ার খারাপ ফর্মের জেরে ভুগতে হচ্ছে ভারতকে।

এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ ছাড়া সেভাবে রান পাননি হার্দিক। একদিকে যেমন বল হাতে তেমন বড় যোগদান রাখতে পারেননি তিনি, তেমনি ব্যাট হাতেও অস্ট্রেলিয়া সিরিজের পর একেবারেই ব্যার্থ হয়েছেন তিনি। কিন্তু তার জায়গায় এখনও কোন খেলোয়াড় সেভাবে তৈরি নেই ভারতীয় শিবিরে। আর সেই কারনে বোঝার মতই তাকে বইতে হচ্ছে মেন ইন ব্লুকে।তবে এবার তার জায়গায় নতুন এক খেলোয়াড়কে গ্রুম করতে পারে ভারতীয় শিবির। এ

বারের আইপিএলে কেকেআর-এর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নেমেই চারটি হাফ সেঞ্চুরি সহ মোট ৩৭০ রান সংগ্রহ করেছিলেন তিনি। শুধু ব্যাট হাতে নয় বল হাতেও এবার তার প্রদর্শন ছিল যথেষ্ট ভালো। আর সেই কারণেই ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে হার্দিক পান্ডিয়ার জায়গায় এনে তাকে তৈরি হবার সুযোগ দিতে পারে ভারতীয় দল।

Venkatesh Iyer

একই সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার একজন বাঁহাতি ব্যাটসম্যান, তাই ভারতীয় দলে অনেকটা বৈচিত্র আনতে পারবেন তিনি। তাছাড়া তার মিডিয়াম পেস বোলিংও যথেষ্ট উপযোগী প্রমাণিত হয়েছে আইপিএলে। আর সেই কারণেই যুবরাজের পর এমন এক বাঁহাতি অলরাউন্ডারকে নিশ্চয়ই সুযোগ দিয়ে দেখতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কার্যত তাদের কাছে এই মুহূর্তে বড় কোন অপশনও সেইভাবে নেই বললেই চলে, যিনি হার্দিক পান্ডিয়াকে টেক্কা দিতে পারবেন। শার্দুল ঠাকুরের নাম অনেকেই করছেন থেকে কিন্তু তার বোলিং ভালো হলেও হার্দিকের তুলনায় ব্যাটিংয়ের তিনি অনেক দুর্বল।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর