বাংলাহান্ট ডেস্ক : দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবকিছুর দামই যেন আকাশ ছোঁয়া। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তর। এই অবস্থায় অনেকের কাছেই ছোট ছোট শখ মেটানোও যেন পরিণত হয়েছে বিলাসিতায়। তবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও ভারতের (India) এই হোটেল মাত্র এক টাকায় দিচ্ছে ভিআইপি রুমে বসবাসের সুযোগ।
ভারতের (India) এই হোটেলে থাকা-খাওয়ার খরচ ভীষণ কম
মাত্র ৫ টাকায় ব্রেকফাস্ট, ২৫ টাকায় লাঞ্চ সারার অভাবনীয় সুযোগ পাবেন অতিথিরা। ভারতের (India) এই হোটেলটি (Hotel) কোনও পাঁচতারা হোটেলের থেকে কম কিছু নয়। মাত্র ১ টাকা দিলেই মিলবে গিজার, এসি সহ লাক্সারি রুম। নামমাত্র খরচে তিন বেলা মিলবে ভর পেট খাবার। চা ও বাটার মিল্ক অতিথিদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন : ‘রাজ্যের চেহারা পাল্টে যাবে’! দেউচা পাঁচামি নিয়ে এবার বড় ঘোষণা অনুব্রত মণ্ডলের
সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই হোটেলের ভিডিও তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। শয়ে শয়ে মানুষ ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করেছেন। ইনস্টাগ্রামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজস্থানের (Rajasthan) নাগৌরে এই হোটেলটির প্রধান লক্ষ্য সামাজিক ও ধর্মীয় সেবা প্রদান।
দূর দূরান্ত থেকে যেসব তীর্থযাত্রী, পর্যটক, দুস্থ মানুষেরা আসবেন তাদের সস্তায় আরামদায়ক এক অভিজ্ঞতা দিতেই শুরু করা হয়েছে এই হোটেল।মাত্র ১ টাকার বিনিময়ে হোটেলে থাকার সুযোগ মিললেও, একাধিক অত্যাধুনিক সুবিধা রয়েছে অতিথিদের জন্য। এই হোটেলে রয়েছে এসি রুম, গিজার, ২৪ ঘণ্টার ইলেক্ট্রিসিটি, বিনামূল্যে wifi, আরামদায়ক বিছানার সুবন্দোবস্ত।
View this post on Instagram
জানা গিয়েছে, মূলত তীর্থযাত্রী, পর্যটক ও দুঃস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দ রয়েছে এই সুবিধাগুলি। এছাড়াও বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয় প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের। এই হোটেলে যারা থাকতে চান তাদের আগে থেকে বুকিং করে আসাই ভালো। আবার সরাসরি হোটেলে গিয়েও বুক করতে পারেন ঘর। তবে সেক্ষেত্রে রুম পাওয়া নির্ভর করবে ঘরের উপলব্ধতার উপর।