তীব্র দাবদাহে নাকাল হবে পশ্চিমবঙ্গ! চলতি মাসেই পারদ ছোঁবে ৪০ ডিগ্রি, আবহাওয়ার টাটকা খবর এক নজরে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কেটে গেছে শতাব্দীর ‘শীতলতম’ মার্চ। দাবদাহ নিয়ে হাজির এপ্রিল। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) পূর্বাভাস দিয়েছে এ বার হয়তো চৈত্রেই চল্লিশ! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনকয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা (West Bengal Weather)। এই তালিকায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি রয়েছে। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রাও।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%

কলকাতার আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার যা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রির বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া : দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আগামীকালের আবহাওয়া : আগামী চার থেকে পাঁচ দিনে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা। তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি।

সম্পর্কিত খবর

X