রণক্ষেত্রর রূপ নিল কালিয়াগঞ্জ! ভাঙচুর দোকানপাট, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

বাংলাহান্ট ডেস্ক : ফের রণক্ষেত্রর চেহারা নিল কালিয়াগঞ্জ (Kaliagunj)। শনিবার দুপুরে ক্ষিপ্ত আমজনতা আবারও রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। একাধিক টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ব্যাপক ভাঙচুর চালানো হয় এলাকার একাধিক দোকানে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল, করা হয় লাঠিচার্জ।

বিজেপির (Bharatiya Janata Party) প্রতিনিধি দল বেরিয়ে যেতেই গর্জে ওঠেন কালিয়াগঞ্জবাসী। জনতা সাহেবঘাটার ইটাহার কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ জমায়েত হঠাতে গেলে বচসা থেকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জের সাহেবঘাটা মোড় এলাকায়। র‍্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়।

আশেপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রামবাসীরা জমায়েত হয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সেই কারণেই এলাকায় মোতায়েন করা হয় পুলিশবাহিনী। জানা গিয়েছে, পুলিশ কর্মীদের তরফে রবার বুলেট ছোঁড়া হয়। কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর।

শনিবার সকালেই সাহেবঘাটা যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক রাজ্য প্রতিনিধি দল। কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

kaliyaganj

এদিকে, এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। ৩ দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এছাড়াও নাবালিকার মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাই করারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্যি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর