অবসর নেওয়ার পথে ভারতের এই তারকা পেসার! সোশ্যাল মিডিয়ায় কৌশলে দিলেন বিশেষ ইঙ্গিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সচিন টেন্ডুলকারকে তার রঞ্জি ট্রফি কেরিয়ারে একবার শুন্য রানে আউট করেছিলেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে পেয়েছেন পাঁচ উইকেট। দশ নম্বরে নেমে অভিষেক ইনিংসে তার করা ৩৮ সর্বোচ্চ কোনো ভারতীয় ক্রিকেটারের পক্ষে। রয়েছে প্রায় ৩০০-র কাছাকাছি আন্তর্জাতিক উইকেট। এই প্রতিবেদনে যার নামে আলোচনা করা হচ্ছে তিনি হলেন ভুবনেরশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। কিছু বছর আগে যাকে ভারতের এই প্রজন্মের সেরা পেসার বলা হত।

কেরিয়ারে চোটের কারণে অনেকটা সময়ে মাঠের বাইরে বসে থাকতে হয়। নাহলে হয়তো তার উইকেটসংখ্যা বাড়তে পারত আরও। ১৭ বছর বয়সে প্রথম শ্রেণীর খেলায় অভিষেক করেন বাংলার বিরুদ্ধে। আর ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেকে তার পাকিস্তানকে কাঁদিয়ে দেওয়ার কথা তো সকলেরই স্মরণে থাকবে। কিন্তু প্রশ্ন হল হঠাৎ তাকে নিয়ে প্রতিবেদন লিখতে হচ্ছে কেন?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া বায়ো-তে তিনি একটি পরিবর্তন করেছেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় ক্রিকেটার কথাটি সরিয়ে শুধুমাত্র ক্রিকেটার লিখেছেন। এই দেখে অনেকেই আশঙ্কা করছেন যে এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেওয়ার কথা ভাবছেন তিনি।

bhuvi bio

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি বিশেষ রেকর্ড গড়েছিলেন ভুবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভুবনেশ্বর কুমার হয়েছিলেন বিশ্বের একমাত্র পেসার যিনি কোনও নো বল না করেই ১০০০-এর বেশি বল করেছেন। এছাড়া ভুবনেশ্বর কুমার প্রথম ভারতীয় বোলার যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পর পর ২ টি ওভার মেডেন ওভার বল করেছে।

উত্তরপ্রদেশের এই বোলারের আরে একটা আরো হয়তো একটু সুন্দর হতে পারতো। এখনো অবধি যা সম্ভব না তাতে ওডিআই বিশ্বকাপের পরিকল্পনার ধারে কাছে নেই তিনি। ভারতের হয়ে সীমিত ওভারের ফরমেটে বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছেন তিনি। তার পরিসংখ্যানও খুব একটা খারাপ নয়। কিন্তু তার সময় ফুরিয়েছে এটা হয়তো অনেকেই বুঝতে পারছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর