BanglaHunt ব্যারাকপুর, ১৫ জুন : দুষ্কৃতী ধরতে পুলিশি তল্লাশির নামে ব্যবসায়ীদের উপর অত্যাচার ও জুলুমবাজির অভিযোগ উঠল জগদ্দল থানার পুলিশের বিরুদ্ধে । এই ঘটনার জেরে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা। ভাটপাড়া, কাঁকিনাড়া বাজার এলাকায় কুখ্যাত দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে এই খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ জগদ্দল থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভাটপাড়া মেঘনা মোড়, কাঁকিনাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় । কুখ্যাত দুষ্কৃতীদের খুঁজতে এলাকার বিভিন্ন দোকানের ভিতরে তল্লাশির নামে পুলিশ সেই সব দোকানপাট ভাঙচুর করে বলে অভিযোগ ওই অঞ্চলের ব্যবসায়ীদের। এরপর মধ্যরাতে তদন্তের পর পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে গেলে নিজেদের ব্যবসা স্থলে হাজির হন এলাকাবাসী । তারা দেখেন বিভিন্ন দোকানে যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয়েছে । এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে ভাটপাড়া এলাকায় ঘোষপাড়া রোডে পথ অবরোধ শুরু করে।
এলাকায় অঘোষিত ব্যবসা বন্ধ শুরু হয়ে যায়। এই অবরোধের জেরে ঘোষপাড়া রোড দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ যে, পুলিশ গভীর রাতে ব্যবসায়ীদের কিছু না জানিয়ে তল্লাশির নামে তাদের দোকানে তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা। এই কারনে ব্যবসায়ীরা শনিবার সকাল থেকেই দফায় দফায় পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন এবং পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে ঘোষপাড়া রোড অবরোধ করেন। ব্যবসায়ীদের এই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ব্যবসায়ীদের খন্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ও ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ।
ঘোষপাড়া রোডের উপর পুলিশের একটি গাড়িতেও ভাংচুর করে উত্তেজিত জনতা । অবরোধ তোলার জন্য পুলিশ অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনার ফলে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । এরপর এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামে । তারা ধাওয়া করে অবরোধ তুলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ভাটপাড়া এলাকায় নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। এই ঘটনার জেরে ভাটপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চলছে পুলিশি টহল দারিও।
কোথাও ব্যবসায়ীদের কোন জমায়েত দেখলেই তাড়া করে সেই জমায়েত হটিয়ে দিচ্ছে জগদ্দল থানার পুলিশ। তবে পুলিশ ব্যবসায়ীদের উপর অত্যাচার ও জুলুমের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এদিকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, “পুলিশ এলাকায় দলদাস এ পরিনত হয়েছে, যা করছে পুলিশ তা তৃণমূলের কথায় করছে । পুলিশকে বলব নিরপেক্ষ ভূমিকা পালন করতে ।”
3 Attachments