মন্দিরের জমি দেওয়া হচ্ছে গলফ খেলার জন্য! এবার সরকারী নিয়ন্ত্রণ থেকে ৪ লক্ষ মন্দির উদ্ধারের অভিযান চালাবে VHP

বাংলাহান্ট ডেস্কঃ সরকারের অধিন থেকে প্রায় ৪ লক্ষ মন্দিরকে মুক্ত করার অভিযান শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ (vishwa hindu parishad)। ভিএইচপি ইউনিয়নের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪ লক্ষ হিন্দু মন্দিরের (hindu temple) উপর থেকে সরকারী নিয়ন্ত্রণ সরানোর দাবি জানিয়েছি। শীঘ্রই সরকারের সঙ্গে এবিষয়ে আমাদের আলোচনা হবে।

তাদের দাবি রাজ্য সরকার মন্দির দখল করে রাখলেও, সেই মন্দিরের ঠিক মত রক্ষণাবেক্ষণ, পূজা অর্চনা করছে না। এমনকি মন্দিরের জমি মন্দিরের কাজে না লাগিয়ে বাইরের কাজে দিয়ে দিচ্ছে।

1200px Khajuraho Kandariya Mahadeo Temple

তাঁরা জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা আইনি পদ্ধতি মেনে সুপ্রিম কোর্টে মামলা লড়ে, রাজ্য সরকারের অধীন থেকে মন্দির গুলোকে মুক্ত করবে। এই মঠ মন্দিরগুলোর জমি সরকার অন্য কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

আরএসএস নেতা নরেন্দ্র ঠাকুর জানিয়েছেন, ‘শীঘ্রই সরকারী নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে মঠ মন্দিরগুলোকে। হিন্দু সংস্কৃতি প্রচারের জন্য ব্যবহার করতে হবে এই মন্দিরগুলোকে। অনেক রাজ্য সরকারই মন্দির দখল করে ভারতীয় সংস্কৃতি শেষ করার ষড়যন্ত্রের নেশায় মেতে উঠেছে। অনেক জায়গায় আবার ঠিকমত পুজা অর্চনাও করা হচ্ছে না মন্দিরে’।

তিনি আরও অভিযোগ করেন, ‘অন্ধ্র প্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরে বার্ষিক ১৩০০ কোটি টাকা আয় হয়। যার থেকে প্রায় ৮৫ শতাংশ যায় সরকারী কোষাগারে। তারপরও সেখানকার ১০ টি মন্দিরের জায়গায় গলফ খেলার জন্য ছেড়ে দিতে হয়েছে। মন্দিরের কাজে না লাগিয়ে, সেখানে হিন্দুদের মন্দিরের অংশ ছিনিয়ে নেওয়া হচ্ছে’।


Smita Hari

সম্পর্কিত খবর