বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীতে বাংলায় পালিত হতে চলেছে বিশাল মিছিল। বিশ্ব হিন্দু পরিষদ রামনবমীতে বাংলা জুড়ে এক হাজারেরও বেশি মিছিল করার পরিকল্পনা নিয়েছে। বাংলার বুকে হিন্দুদের মনোবল বাড়ানোর জন্যই তাদের এই পরিকল্পনা। এদিন ভিএইচপির বাংলা মণ্ডলের সিনিয়র মুখপাত্র সৌরিশ মুখার্জি বলেন, “কোভিড পরিস্থিতির কারণে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়ার মুহূর্তে আমরা রাম নবমী উদযাপন করতে পারিনি। কিন্তু এ বছর আমরা বাংলার বুকে ধুমধাম করে পালিত হবে রাম নবমী।”
সৌরিশ মুখার্জি বলেন, “সব মিলিয়ে আমরা পশ্চিমবঙ্গে এক হাজারেরও বেশি শোভা যাত্রা বের করার পরিকল্পনা করছি। কলকাতার বুকে রাম নবমীতে ২০টি র্যালি বের করার কথা ভাবা হচ্ছে।” তবে জানা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা বাংলা পুলিশের অনুমতি চাইবে না বরং তারা মিছিল সম্পর্কে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় থানাগুলিকে শুধুমাত্র জানিয়ে রাখবে। এই অবস্থায় পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে আদেও তারা মিছিল বার করতে পারবে কিনা, সে বিষয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখার্জিবাবু বলেন, “রাম নবমীতে মিছিল করার জন্য অনুমতির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, তবে আমরা পুলিশকে জানিয়ে রাখবো। তারা অনুমতি না দিলেও আমরা রাম নবমীতে সমাবেশ করবই।”
মুখার্জিবাবু এদিন আরও বলেন যে, “রাম নবমীর সময় যাতে কোনও দাঙ্গাবাজ বা অন্য কেউ কোনও ভিএইচপি কর্মসূচিতে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে হবে।” এই পরিস্থিতিতে শেষপর্যন্ত সমাবেশের জন্য আদেও রাজ্য সরকার অনুমতি দেয় কিনা, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।