সবার ঘুম উড়িয়ে দিল VI, নতুন বছরের তিনটি ইউনিক অফার দিয়ে Jio, Airtel-কে ফেলল চিন্তায়

বাংলা হান্ট ডেস্ক: প্রতিযোগিতার বাজারে Jio এবং Airtel যতই টেক্কা দিক Vodafone-Idea কে, গ্রাহকদের দুর্দান্ত সব অফারের চাহিদা পূরণের নিরিখে নিঃসন্দেহে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকে Vi। বিভিন্ন সময়েই নিত্যনতুন অফার গ্রাহকদের জন্য নিয়ে আসে এই সংস্থা।

যদিও, গত বছর Airtel-এর দেখানো পথে হেঁটে একে একে সমস্ত টেলিকম সংস্থাই তাদের প্রায় প্রতিটি প্ল্যানের দাম বাড়িয়েছে, তাও চলতি বছরে অন্যদের তুলনায় বিভিন্ন আকর্ষণীয় প্ল্যানের দৌড়ে Vi এগিয়ে রয়েছে।

গত বছরেই Vodafone-Idea তাদের অতিরিক্ত অফারগুলিকে “Vi Hero Unlimited” প্রিপেইড প্ল্যানের সাথে পুনরায় ব্র্যান্ডিং করেছে। পাশাপাশি, ট্যারিফ বৃদ্ধির পর, আরও কয়েকটি অফার যোগ হয়েছে যা “Vi Hero Unlimited”-এর সাথে আসবে।

একনজরে দেখে নিন Vodafone Idea-র দুর্দান্ত তিনটি অফার:
১. প্রথম অফারটির নাম হল “ডেটা ডিলাইটস”, যে অফারটি সংস্থা সম্প্রতি যুক্ত করেছে। এটি এমন একটি অফার যা ব্যবহারকারীদের প্রতি মাসে 2GB জরুরী ডেটা (Emergency Data) প্রদান করবে যা ব্যবহারকারীরা দিনে দু’বার 1GB হিসাবে ব্যবহার করতে পারবেন৷ প্রতি মাসে গ্রাহকদের জন্য ডেটা রিসেটও করা হবে।

IMG 20220104 141324

২. দ্বিতীয় অফারটি হল “উইক এন্ড ডেটা রোলওভার” অফার। এটি Vodafone Idea-র একটি অন্যতম দুর্দান্ত অফার। যেখানে গ্রাহকেরা সাপ্তাহিক দিনগুলিতে অব্যবহৃত অবশিষ্ট ডেটা ব্যবহার করতে পারবেন সপ্তাহের শেষে। এখানে সাপ্তাহিক দিনগুলির মধ্যে রয়েছে সোমবার থেকে শুক্রবার। পাশাপাশি, শনি এবং রবিবারকে ধরা হয়েছে “উইক এন্ড” হিসেবে। তবে, মনে রাখতে হবে যে, এক সপ্তাহের জন্য অবশিষ্ট ডেটা পরবর্তী সপ্তাহে ব্যবহার করা যাবে না।

৩. আর তৃতীয় অফারটির নাম হল “বিং অল নাইট” অফার। এটি এমন একটি অফার যা ব্যবহারকারীদের রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত অফুরন্ত ডেটা ব্যবহার করার সুবিধা প্রদান করে৷ এই সময়ের মধ্যে ব্যবহৃত ডেটা দৈনিক নির্ধারিত ডেটার ওপর কোন প্রভাব ফেলবে না।

এছাড়াও, Vodafone Idea, তার অধিকাংশ প্ল্যানের সাথে “Vi Movies and TV”র সুবিধাও প্রদান করে। এই সুবিধাগুলি ২৯৯ টাকা থেকে শুরু করে তার উপরের বিভিন্ন প্রিপেইড প্ল্যানে পাওয়া যায়।

 

 

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর