বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে প্রতিযোগিতার বাজারে নিজের দিকে গ্রাহকদের আকর্ষণ ফেরাতে পাল্লা দিচ্ছে Vi, Jio, Airtel এই তিন সংস্থা। এই তিন সংস্থা প্রায় নিত্যদিনই কোন না কোন অফার নিয়ে এসে গ্রাহকদের নানারকম সুবিধা দিয়ে চলেছে। তবে আজ জেনে নিন Vi, Jio, Airtel-র এমন কিছু পোস্টপেইড প্ল্যানের বিষয়ে, যেখানে আপনার সঙ্গে সঙ্গে গোটা পরিবারও সুবিধা পাবেন।
Vi-র প্ল্যানঃ 999 টাকায় একটি প্রাথমিক এবং চারটি অ্যাড-অন কানেকশন দিচ্ছে Vi-র এই প্ল্যান। যেখানে গ্রাহক প্রতিদিন 100 টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং বিনামূল্যে ডেটার সুবিধা পাবেন। সেইসঙ্গে সেকেন্ডারি কানেকশনে প্রতিমাসে 100 টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং 50 জিবি ডেটা রোলওভার সহ 30 জিবি ডেটা পাবেন। সঙ্গে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম, জি 5 এবং ভি মুভি এবং টিভিতে সাবস্ক্রিপশন দেওয়া হবে।
এছাড়াও 1299, 1699 এবং 2299 টাকায় পারিবারিক পোস্টপেইড প্ল্যানও অফারও আছে। 1299 টাকায় ৫ টি কানেকশনে 300GB এবং আমাজন প্রাইম ভিডিও, ভি মুভিজ অ্যান্ড টিভি এবং ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন পাবেন গ্রাহক। একইভাবে 1699 টাকার প্ল্যানে অতিরিক্ত ৩ টি কানেকশন এবং 2299 টাকার প্ল্যান অতিরিক্ত ৫ টি কানেকশন দেওয়া হবে।
Jio-র প্ল্যানঃ 999 টাকার পোস্টপেইড প্ল্যানে গ্রাহক SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা সহ 200GB ডাটা পাবে। সঙ্গে তিনটি অতিরিক্ত পারিবারিক সিম কার্ডও পাবেন গ্রাহক। সঙ্গে জিও অ্যাপের সাবস্ক্রিপশনও থাকবে। তবে অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন নিতে চাইলে 99 টাকা অতিরিক্ত দিতে হবে।
Airtel-র প্ল্যানঃ 999 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 100 SMS, আনলিমিটেড ভয়েস কলিং এবং 150GB ডেটা পাবেন গ্রাহক। বোইধতা মাত্র ১ মাসের জন্য। অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি+ হটস্টার মোবাইল এবং এয়ারটেল এক্স-স্ট্রীমে এক বছরের সাবস্ক্রিপশনও থাকছে। সঙ্গে চারটি পারিবারিক কানেকশনও থাকছে।