টেলিকম : বাজারে নতুন ভাবে এসে jio কে একের পর এক সস্তার প্ল্যান ঘোষনা করল vi। কিছুদিন vodafone ও idea এর মার্জার সম্পূর্ণ হল। দুই বিখ্যাত টেলিকম সংস্থা এবার নতুন Vi নামেই পরিচয় পাবে। ভোডাফোন আইডিয়া এর প্রধান নির্বাহী রবীন্দ্র তক্কর বলেন, “দুটি ব্র্যান্ডের একসাথে হওয়া বিশ্বের বৃহত্তম টেলিকম সংহতির একটি চূড়ান্ত বিষয়,” তিনি আরো বলেন, ” নতুন করে শুরু করার সময় এসেছে।”
এক নজরে দেখে নিন নতুন কি কি প্ল্যান নিয়ে এল Vi
২৪৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। প্রতিদিন পাওয়া যাবে ১.৫ ডেটা হাই স্পিড ইন্টারনেট।
২৯৯ টাকার রিচার্জ প্ল্যান :এই প্ল্যানটিও ২৮ দিনের জন্য বৈধ। মিলবে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা।
৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান: ৮৪ দিনের জন্য বৈধ এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।
১৪৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে পাওয়া যাবে মোট ২ জিবি হাইস্পিড ডেটা। পাশাপাশি পাওয়া যাবে ৩০০টি এসএমএস। বৈধতা ২৮ দিনের।
৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান : ৮৪ দিনের প্ল্যানে এই পাওয়া যাবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা সহ ১০০০টি এসএমএস।
২৩৯৯ টাকা: এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। প্রতিদিন পাওয়া যাবে ১.৫ ডেটা হাই স্পিড ইন্টারনেট।
প্রতিটি প্ল্যান জিও তুলনায় অপেক্ষাকৃত বেশি হলেও প্রতিটি প্ল্যানেই রয়েছে যে কোনো আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলের সুবিধা। যা মুকেশ অম্বানির জিওতে নেই।