বাংলা হান্ট ডেস্ক : কংগ্রেস পরিবারতন্ত্রের উপর জোর দিলেও বিজেপির (BJP) দাবি, ভালো কাজ করলেই তার যথার্থ মূল্য দেওয়া উচিত। আর তাই বোধহয় এবার ভোটের মুখে পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি বিভাকর শাস্ত্রী (Vibhakar Shastri)। তারপর থেকেই রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার কি তবে লাল বাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) লিগ্যাসিও কংগ্রেসের হাতছাড়া?
বুধবার সকালেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে বিভাকরের দলত্যাগ যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলবে কংগ্রেসের উপর। যদিও কংগ্রেস বিভাকর শাস্ত্রীর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, এর আগেরবার লোকসভা ভোটে আসন পাননি বিভাকর। দলেও সেভাবে সক্রিয় থাকতেন না। তাই তার থাকা না থাকায় দলের বিশেষ যায় আসেনা।
উল্লেখ্য, কংগ্রেসের পরিবারতন্ত্রের কথা আজকের নতুন নয়। বহু রাজনৈতিক নেতা মন্ত্রীর অভিযোগ, গান্ধী পরিবারের বাইরের কোনও বড় নেতাকে গুরুত্ব দেয় না দল। লাল বাহাদুর শাস্ত্রী, পি ভি নরসিমা রাওয়ের মত তাবড় তাবড় নেতৃত্বদেরও দাম দেয়নি কংগ্রেস। বিভাকর শাস্ত্রী নিজেও বিরক্ত ছিলেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে।
আরও পড়ুন : লোকসভার আগে রাজনীতিতে ঋদ্ধিমান? বিজেপি না তৃণমূল? স্পষ্ট জানালেন ক্রিকেটারে স্ত্রী
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই কারণেই হয়ত দল ছাড়লেন বিভাকর শাস্ত্রী। যদিও এই প্রথম নয়, এর আগেও বহু কংগ্রেস নেতা এই একই অভিযোগে দল চেয়েছেন। তালিকায় রয়েছে আরপিএন সিং (RPN Singh), জিতিন প্রসদদের নাম। এছাড়া স্থানীয় স্তরের নেতারা তো হামেশাই দল ছাড়ছেন। সবে মিলিয়ে কংগ্রেসের সময় যে ভালো যাচ্ছেনা সেকথা বলাই বাহুল্য। সদ্যই কংগ্রেস ত্যাগ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান।