বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের পরও দলবদলের পালা অব্যহত। এবার ফুরফুরার পীরজাদা আব্বাসের দলে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল। শাসকদলে যোগ দিলেন আইএসএফ-র ভাইস প্রেসিডেন্ট সহ দুই ২৪ পরগণার পর্যবেক্ষকও। অর্থাৎ একুশের নির্বাচনে বহুচর্চিত নাম আব্বাস যে দ্বিতীয় দফা ভোটের আগেই চরম অস্বস্তিতে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।
সোমবার দুপুরে তৃণমূল (TMC) ভবনে গিয়ে শাসকদলের পতাকা হাতে তুলে নেন এই তিন আইএসএফ-র (ISF) সাংগাঠনিক প্রধান। তারা হলেন, আলি মল্লিক ওরফে হাজি মহম্মদ, আবদুল মেনন, আবদুল মাহবুদ। এদের মধ্যে হাজি মহম্মদ আইএসএফ-র ভাইস প্রেসিডেন্ট, বাকি দুই জন দুই ২৪ পরগণার পর্যবেক্ষক। এদিন ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তারা। এনিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, ‘সিপিএমের সঙ্গে আইএসএফের জোট নিয়ে তাঁদের আদর্শগত আপত্তি রয়েছে, তাই তাঁরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণমূলে যোগ দিয়েই আব্বাসের (Abbas Siddique) দলের এই তিন সাংগাঠনিক প্রধান জানান,’ একদা বামেদের বিরুদ্ধেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আব্বাসরা। আর এখন মমতার বিরুদ্ধে গিয়ে সেই বাম শিবিরের হাত ধরলে কি করে হবে ? তা কি সমর্থনযোগ্য হয়! তাই ‘কমরেড আব্বাস’র দলে তাঁরা আর থাকতে চাননা বলে তৃণমূলে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ইন্ডিয়ান সেকুল্যার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাসের জোটে শরিক করা নিয়ে শুরু থেকেই নানান জটিলতা ছিল কংগ্রেসের (Congress) মধ্যে। শোনা গিয়েছিল, শেষে অবশ্য সোনিয়া গান্ধির হস্তক্ষেপে আসন সামঝোতা হয় জোটের মধ্যে। তদুপরি আইএসএফের একাধিক কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেস এবং বাম (CPIM) উভয় শিবিরেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। এমতাবস্থায় প্রথম দফার ভোট মিটতেই আইএসএফে এমন ভাঙন বিপাকে ফেলেছে আব্বাসকে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।