বিয়ের পর প্রথম ক্রিসমাস, ক‍্যাটরিনাকে কাছে পেতে শুটিং বন্ধ করে ইন্দোর থেকে মুম্বই এলেন ভিকি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন বিয়ে হয়েছে। প্রেমের মাস আসার আগেই ভালবাসার স্রোতে ভাসছেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। বিয়ের আগে লুকিয়ে চুরিয়ে প্রেম করলেও বিয়ের পর থেকে ছোট ছোট রোম‍্যান্টিক মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ‘ভিক‍্যাট’ জুটি। বিয়ে, হানিমুন, গৃহপ্রবেশ সব সেরেই কাজে ফিরেছেন তাঁরা।

দুজনেই ইন্ডাস্ট্রির ব‍্যস্ত তারকা। মধ‍্য প্রদেশের ইন্দোরে সারা আলি খানের সঙ্গে ছবির শুটিংয়ে ব‍্যস্ত ছিলেন ভিকি। কিন্তু কাজ মাঝপথে বন্ধ রেখেই মুম্বই ফিরলেন তিনি স্ত্রীর কাছে। বিয়ের পর প্রথম ক্রিসমাস বলে কথা। রোম‍্যান্সের এই বিশেষ সুযোগ টুকু একেবারেই হারাতে রাজি হননি অভিনেতা।


সোশ‍্যাল মিডিয়ায় দুজনেই সেলিব্রেশনের মিষ্টি ছবি শেয়ার করেছেন। ভিকিকে কাছে পেয়ে জাপটে জড়িয়ে ধরেছেন ক‍্যাটরিনা। ক‍্যাপশনে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অপরদিকে ভিকির ছবির ক‍্যাপশনে হিন্দিতে লেখা, ‘মেরি ক্রিসমাস’। অর্থাৎ স্ত্রী ক‍্যাটরিনাকেই নিজের আনন্দ বলে জানিয়েছেন ভিকি। নব দম্পতিকে ভালবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার তারকা ও অনুরাগীরা। পাশাপাশি এদিন ক্রিসমাস ট্রি ও ঘরের অন‍্যান‍্য সাজসজ্জারও ছবি শেয়ার করেছিলেন ক‍্যাটরিনা।


সূত্রের খবর, ‘টাইগার থ্রি’র শেষ ধাপের শুটিং সারতে শীঘ্রই দিল্লি উড়ে যাবেন সলমন ক‍্যাটরিনা। এবার ছবির টিমের সামনে থাকছে বড় চ‍্যালেঞ্জ। ছবিতে অভিনেতা অভিনেত্রীর লুক আগে থেকে সোশ‍্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া থেকে আটকানো নিঃসন্দেহে একটা বড় চ‍্যালেঞ্জ। বিশেষ করে সদ‍্য বিবাহিত ক‍্যাটকে সলমনের সঙ্গে দেখার উত্তেজনাও কম নেই আমজনতার।

https://www.instagram.com/p/CX6acfjtEZU/?utm_medium=copy_link

সম্ভবত দিল্লিতে টানা ১৫ দিন ধরে শুটিং করবেন সলমন ক‍্যাটরিনা। সেখানেই ছবির শেষ শুটিং হতে পারে। এর আগে রাশিয়ায় শুটিং সেরে এসেছেন নায়ক নায়িকা। টাইগার সিরিজের এটি তৃতীয় ছবি। ফ্র‍্যাঞ্চাইজির প্রথম ছবি ছিল ‘এক থা টাইগার’। ছবিতে একজন ভারতীয় RAW এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন, যার কোড নেম ছিল টাইগার।

ক‍্যাটরিনার চরিত্রটি একজন পাকিস্তানি এজেন্ট জোয়ার। এক তদন্তে গিয়ে একে অপরের প্রেমে পড়ে যান দুজনে। তৃতীয় ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। এছাড়াও ক‍্যামিও চরিত্রে শাহরুখ খানকেও দেখা যেতে পারে বলে খবর।

টাইগার থ্রি ছাড়াও ক‍্যাটরিনার ঝুলিতে রয়েছে জোয়া আখতারের পরিচালনায় ‘জি লে জারা’। ক‍্যাটের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। অপরদিকে শেষবার ভিকিকে দেখা গিয়েছিল সর্দার উধম ছবিতে। পরবর্তীকালে তাঁর ঝুলিতে রয়েছে স‍্যাম বাহাদুর, গোবিন্দা নাম মেরা।

X