সবেতেই বাড়াবাড়ি, রাজকীয় বিয়ের পর দু মাস ধরে হানিমুন করবেন ভিকি-ক‍্যাটরিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। বিয়ের কার্ড থেকে শুরু করে অতিথিদের থাকার ব‍্যবস্থা, সবেতেই ছিল রাজকীয় ছোঁয়া। এই কদিনের জন‍্য যেন ভিকি ক‍্যাটরিনাই রাজা রাণী হয়ে উঠেছিলেন ওই ৭০০ বছরের পুরনো দূর্গের।

বিয়ে মেটার আগেই খবর ছড়িয়েছিল হানিমুনের জন‍্য মালদ্বীপে ঘুরতে যাবেন ক‍্যাটরিনা ভিকি। তবে খুব বেশিদিনের জন‍্য ঘুরবেন না তাঁরা। কারণ দুজনেরই কাজের চাপ রয়েছে। তাই ছোট্ট করে হানিমুন সেরেই ফিরে আসবেন তাঁরা। তার আগে অবশ‍্য মুম্বইয়ের তাজ হোটেলে বলিউডের সতীর্থদের জন‍্য বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করবেন ভিকি ক‍্যাটরিনা।


অপর একটি সূত্রের খবর ছিল, বিয়ের পরেই সম্ভবত হানিমুনে যাওয়া হবে না ক‍্যাটরিনার। কারণ অনেক কাজ জমে রয়েছে তাঁর। বিয়ে মিটলেই সলমন খানের সঙ্গে টাইগার থ্রি ছবির শুটিংয়ে ব‍্যস্ত হয়ে পড়বেন তিনি। সে সব কাজ শেষ করে তারপরেই হানিমুন করতে যেতে পারেন তিনি।

আবার এও শোনা গিয়েছিল যে মালদ্বীপ নয়, ওই দূর্গেই মধুচন্দ্রিমা যাপন করতে চলেছেন নব বিবাহিত  দম্পতি। এবার ফের নতুন খবর মিলেছে জুটির হানিমুনের ব‍্যাপারে। মালদ্বীপ বা রাজস্থান নয়, ইউরোপ ভ্রমণে বেরোবেন ভিক‍্যাট জুটি। তাও আবার দু মাসের জন‍্য! ৬০ দিন ধরে ইউরোপের নানান ছবির মতো জায়গায় ঘুরে ঘুরে মধুচন্দ্রিমা সারবেন তাঁরা।

তবে সমস্ত বাকি থাকা কাজ সম্পূর্ণ করে তারপরেই ঘুরতে যাবেন ভিকি ক‍্যাটরিনা। বিয়ের সমস্ত বড় সিদ্ধান্ত অভিনেত্রী নিলেও হানিমুনের পরিকল্পনাটা নাকি ভিকিরই ছিল। আসলে বলিউডি ছবির মতো করেই নিজের মধুচন্দ্রিমাটা কাটাতে চান ভিকি।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের মতো, বা জিন্দেগি না মিলেগি দোবারার মতো রোডট্রিপ কিংবা চাঁদনির মতো আল্পসের কোলে ভ্রমণ, সবটাই নিজের অভিজ্ঞতায় রাখতে চেয়েছিলেন ভিকি। তাই শেষমেষ এই পরিকল্পনা। তবে আপাতত মুম্বইয়ে রিসেপশন আর ছবির কাজে ব‍্যস্ত থাকবেন ভিকি ক‍্যাটরিনা।

X