কঙ্গনার ‘গুড বুক’এ ভিকি-ক‍্যাটরিনা, প্রশংসার পরেই বাক্স ভর্তি উপহার পাঠালেন নবদম্পতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগেই প্রশংসা করেছিলেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif)। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়েও নিজের থেকে বয়সে ছোট ও কম সফল পুরুষকে বিয়ে করার জন‍্য ক‍্যাট সুন্দরীকে বাহবা দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। দিন কয়েক পরেই মিলল তার সুফল। বলিউডের ‘কুইন’কে ফেরত উপহার পাঠালেন নবদম্পতি।

কী রয়েছে সেই উপহারে? একটি সুদৃশ‍্য বাক্স ভর্তি দেশি ঘিয়ের লাড্ডু পাঠালেন ভিকি ক‍্যাটরিনা। সঙ্গে ফুলের তোড়া ও একটি হাতে লেখা কার্ড। উপহারের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘নব বিবাহিতদের থেকে পাওয়া দেশি ঘিয়ের লাড্ডু। ক‍্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ধন‍্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা।’


ভিক‍্যাটের বিয়ের আগে নাম না করে সোশ‍্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছিলেন, ‘ছোট থেকে অনেক গল্পই শুনেছি ধনী, সফল পুরুষদের বয়সে ছোট মহিলাদের বিয়ে করার। মহিলারা যদি স্বামীর থেকে বেশি ধনী হতেন তাহলে সেটা একরকম পাপ হিসেবেই দেখা হত। আর বয়সে ছোট পুরুষকে বিয়ে করার কথা তো ছেড়েই দিন।

একটা বয়সের পর মহিলাদের বিয়ে করাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এখন ধনী ও সফল মহিলারা, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেত্রীরা সংষ্কার ভাঙছে দেখে ভাল লাগছে। গতানুগতিক ধারাকে বদলানোর জন‍্য পুরুষ ও মহিলা দুজনকেই কুর্নিশ।’

https://www.instagram.com/katrinakaif/p/CXX_5HUvuJD/?utm_medium=copy_link

গত ৯ নভেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বসেছিল ভিক‍্যাটের বিয়ের আসর। প্রথমে প্রচুর ঢাকঢাক গুরগুর করলেও শেষমেষ নিজেরাই বিয়ের ছবি শেয়ার করেছেন ভিকি ক‍্যাটরিনা। শনিবার মেহেন্দি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন তাঁরা। এবার শেয়ার করলেন সঙ্গীত সেরেমনির ছবি।

https://www.instagram.com/p/CXX_5BsvuUN/?utm_medium=copy_link

হলুদ, গোলাপি, সবুজের মিশেলে ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় সেজেছিলেন ক‍্যাটরিনা। পাশে রঙ মিলান্তি কুর্তা পাজামা ও জহর কোটে ভিকি। গানের তালে চুটিয়ে নেচেছেন তাঁরা। ক‍্যাট ও ভিকির পরিবারের সদস‍্যরাও যোগ দিয়েছিলেন নাচগানে। সেই সমস্ত ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নবদম্পতি। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল সমস্ত ছবি।

সম্পর্কিত খবর

X