রাজকীয় বিয়ের পর বিলাসবহুল ফ্ল‍্যাট, বিরুষ্কার প্রতিবেশী হচ্ছেন ভিকি-ক‍্যাটরিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভালোয় ভালোয় বিয়ে মিটল ভিকি কৌশল (vicky kaushal) ক‍্যাটরিনা কাইফের (katrina kaif)। বহু গুঞ্জনের পর বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের মণ্ডপ থেকে ছবি শেয়ার করতেই শুভেচ্ছা বার্তার ঢল নামে সোশ‍্যাল মিডিয়ায়। ভালবাসা জানান হৃতিক রোশন, পরিণীতি চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান, সোনম কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাডুকোনরা।

শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মাও (anushka sharma)। নিজের ইনস্টা স্টোরিতে ভিকি ক‍্যাটের মালাবদলের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘তোমাদের দুই সুন্দর মানুষকে অনেক শুভেচ্ছা! সারা জীবন তোমরা একসঙ্গে থাকো, ভালবাসা আর বোঝাপড়া বজায় থাকুক। আরো খুশি এই জন‍্য যে অবশেষে তোমাদের বিয়ে হল, এবার তোমরা তাড়াতাড়ি নতুন বাড়িতে এসে উঠতে পারবে। আর আমরাও নির্মাণের আওয়াজ থেকে মুক্তি পাব।’


অর্থাৎ অনুষ্কা জানিয়েই দিলেন যে ভিকি ও ক‍্যাটরিনা তাঁদের প্রতিবেশী হতে চলেছেন। খবর অবশ‍্য আগেই মিলেছিল যে বান্দ্রার সমুদ্রের সামনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে যে বিরুষ্কা থাকেন তার পাশের ফ্ল‍্যাটটিই ভাড়া নিয়েছেন ভিক‍্যাট জুটি। এবায সেই খবরেই শিলমোহর দিলেন অনুষ্কা। দুই অভিনেত্রীর বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে সর্বজনবিদিত। একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন তাঁরা। ছবির পরেও অনুষ্কা ক‍্যাটরিনার বন্ধুত্ব বজায় ছিল।

বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ভিকি ও ক‍্যাটরিনা। দুজনের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলেই একই ছবি ও একই বার্তা। প্রথম ছবিতে ভিকিকে বরমালা পরাতে দেখা যাচ্ছে ক‍্যাটকে। একটি সাত পাক ঘোরার ছবিও শেয়ার করেছেন ভিকি ক‍্যাটরিনা।

ক‍্যাপশনে লেখা, ‘হৃদয় শুধুই ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরা সেই সব কিছুর জন‍্য যা আমাদের এই মুহূর্তটায় এনে দাঁড় করিয়েছে। আমাদের এই নতুন সফরে সকলের ভালবাসা ও আশীর্বাদ চাই।’ বিয়েতে সব‍্যসাচী চৌধুরীর ডিজাইন করা লাল টুকটুকে লেহেঙ্গা পরেছেন ক‍্যাটরিনা। সর্বাঙ্গে সোনার গয়না। হাতে চূড়া, কলিরেঁ, খোপায় লাগানো ফুল। পাশে পাঞ্জাবি বরের বেশে ভিকি কৌশল। ফুল দিয়ে সাজানো একটি পালকিতে চেপে মণ্ডপে আসেন ক‍্যাটরিনা। সাদা ঘোড়ায় চেপে বারাতের সঙ্গে আসেন ভিকি।

X