বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় আসছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। নভেম্বরের হালকা শীতে শহরেই হবে তাঁর আস্তানা, তাও আবার এক সপ্তাহের জন্য। এই খবর নিয়েই গত কয়েক দিন ধরে শোরগোল চলছে শহরে। ভিকি কৌশল আসছেন বলে কথা! কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন সমস্ত খুঁটিনাটি জানতে উৎসুক অনুরাগীরা।
কিন্তু কলকাতায় পা রাখার আগেই সবাইকে একপ্রস্থ চমকে দিলেন ভিকি। বিমানে বসে একটি সেলফি শেয়ার করেছেন তিনি। তবে চমকপ্রদ হল ক্যাপশনটা। ইংরেজি হরফে বাংলায় ভিকি লিখেছেন, ‘কেমন আছেন?’ আসলে আসন্ন ছবি ‘স্যাম বাহাদুর’র শুটিং করতে কলকাতায় আসছেন ভিকি। তাই কলকাতাবাসীর মন জয় করার জন্য এখন থেকেই মাঠে নেমে পড়েছেন তিনি।
আর তার জন্য একটু হলেও বাংলা শেখা জরুরি। অবাঙালি শিল্পীরা কলকাতায় এসে বরাবরই ‘কেমন আছেন’ বা ‘কেমন আছো কলকাতা’ কিংবা ‘আমি তোমাকে ভালবাসি’ দিয়েই কাজ সারতে চান। ভিকিও শুরু করলেন সেভাবেই। তিনিও কি সহজ বাংলাতেই আটকে থাকবেন নাকি সিনেমার মতোই ঝুঁকি নেবেন তা দেখার অপেক্ষায় তিলোত্তমার মানুষ।
সোমবার সকালেই কলকাতায় পৌঁছে গিয়েছেন ভিকি। অভিনেতার ছবিতে কমেন্ট করে কলকাতায় তাঁকে স্বাগত জানিয়েছেন মধুমিতা সরকার, আর জে প্রবীণরা। কেউ কেউ আবার রসিকতা করেছেন, আমার জন্য বাংলাও শিখে গেলে!
https://www.instagram.com/p/ClP3nKbo9Qf/?igshid=YmMyMTA2M2Y=
জানা যাচ্ছে, স্যাম বাহাদুর ছবির শুটিংয়ের জন্য ব্যারাকপুরে যাবেন ভিকি। সেখানে এক সেনা অফিসারের পুরনো বাড়িকে সেট হিসাবে ব্যবহার করা হবে। এছাড়া ফোর্ট উইলিয়ামেও তাঁর শুট হওয়ার কথা রয়েছে। এই কদিন বাইপাসের ধারে এক পাঁচ তারা হোটেলে থাকবেন ভিকি।
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম দক্ষ ফিল্ড মার্শাল হিসাবে পরিচিত স্যাম মানেকশ। স্যাম বাহাদুর নামেও পরিচিত ছিলেন তিনি। ১৯৭১এর ভারত-পাক যুদ্ধে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন স্যাম মানেকশ। ২০১৯ সালেই তাঁর মৃত্যুবার্ষিকীতে বায়োপিকের ঘোষনা করে ছবির লুক প্রকাশ্যে আনেন ছবি নির্মাতারা। ছবির পরিচালনা করছেন মেঘনা গুলজার।