গুজবই এবার সত‍্যি হতে চলেছে! ক‍্যাটরিনার সঙ্গে এনগেজমেন্ট নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের অন‍্যতম চর্চিত জুটি ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর কয়েক বছর ধরেই ভিকির সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুদিন আগে তো গুজব রটে গিয়েছিল বাগদান সেরে ফেলেছেন ভিকি ক‍্যাটরিনা। এবার নিজের নতুন ছবির স্ক্রিনিংয়ে এসে এ ব‍্যাপারে খুল্লমখুল্লা কথা বললেন ভিকি।

অভিনেতার নতুন ছবি ‘সর্দার উধম’ এর স্পেশ‍্যাল স্ক্রিনিংয়ে এসেছিলেন তাঁর চর্চিত প্রেমিকা ক‍্যাটরিনা। মাস খানেক আগে বাগদানের গুজব নিয়ে প্রশ্ন উঠতেই মজা করে সংবাদ মাধ‍্যমকে ভিকি বলেন, তাদেরই এক বন্ধু এই গুজব রটিয়েছিলেন। ভিকির কথায়, “সঠিক সময় এলে তাড়াতাড়িই বাগদান পর্ব সেরে ফেলব। শুধু সঠিক সময়ের অপেক্ষা।”


জালিয়ানওয়ালাবাগ হত‍্যাকাণ্ডের বিপ্লবী শহিদ সর্দার উধমের কাহিনি উঠে এসেছে ছবিতে। পরিচালনা করেছেন সুজিত সরকার। ভিকির ভূয়সী প্রশংসা করে ক‍্যাটরিনা সোশ‍্যাল মিডিয়ায় লেখেন, ভিকি একেবারে টাটকা, বিশুদ্ধ প্রতিভা।

অগাস্টের মাঝামাঝি ট্র‍্যাডিশনাল পোশাকে ভিকি ক‍্যাটরিনার পাশাপাশি দাঁড়ানো একটি ছবি ভাইরাল হতেই তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে বিনোদুনিয়া তথা নেটমহলে।  আচমকা এই খবরে জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন অনুরাগীরা। কিন্তু জানা যায় এ খবর আদৌ সত‍্য নয়।

কোনো বাগদানই হয়নি ভিকি ক‍্যাটরিনার। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে একটি পুরনো ছবি। কোনো এক বছরে দিওয়ালির দিন একসঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন দুই তারকা। সেই ছবিই নতুন করে ভাইরাল হয়েছে। গুঞ্জন ছড়াতেই অভিনেত্রীর মুখপাত্র জানান, বাগদান হয়নি ভিকি ক‍্যাটরিনার। বরং অভিনেত্রী এখন সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’র শুটিংয়ের জন‍্য তৈরি হচ্ছেন।

এ প্রসঙ্গে পরে ভিকির ভাই সানি কৌশল জানিয়েছিলেন অভিনেতার বাবা মাও নাকি বিষয়টা নিয়ে মজা করেছেন। ছেলের সঙ্গে মশকরা করে তাঁরা মিষ্টি খেতে চান। পালটা ভিকিও মজা করে বলেন, বিয়েটা যেমন আসল তেমনি আসল মিষ্টিও খেয়ে নাও।

সম্পর্কিত খবর

X