বাংলাহান্ট ডেস্ক: ফের নতুন জুটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলিউডে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের প্রেমে মজেছেন ভিকি কৌশল। ঠারেঠোরে অভিনেত্রীকে সেটা বুঝিয়েওছেন তিনি। কিন্তু সাড়া মেলেনি অপরদিক থেকে। তাই এবার সুযোগ পেয়ে একেবারে ছক্কা হাঁকিয়েছেন ভিকি। প্রকাশ্য মঞ্চে সবার সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি।
সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেখানেই তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করে তিনি বলেন, “আপনি এত সুন্দর কোনও ভিকি কৌশলকে খুঁজে তাঁকে বিয়ে করে নিন না। এখন তো বিয়ের সিজন চলছে তাই আপনাকে বললাম। ভাবলাম আপনারও হয়তো বিয়ে করার ইচ্ছা জেগেছে।” ক্যাট পাল্টা প্রশ্ন করলে ভিকি গেয়ে ওঠেন, ‘মুঝসে শাদি করোগি’। তাঁর এই কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী।
https://www.instagram.com/p/B7ODpEmB7s4/?utm_source=ig_web_copy_link
অপরদিকে দর্শকাসনে বসেছিলেন ক্যাটের প্রাক্তন প্রেমিক সলমন খান। এই পুরো বিষয়টা চলাকালীন তাঁর মুখে হাসি লেগেই ছিল। কিন্তু ভিকির প্রশ্ন শুনেই তিনি অজ্ঞান হওয়ার ভান করে পাশে বসা বোন অর্পিতার কাঁধে ঢলে পড়েন। এদিকে ক্যাটরিনা হাসিমুখে ভিকিকে জানান, তাঁর প্রস্তাব গ্রহণ করার মতো সাহস নেই তাঁর। অভিনেত্রীর মুখে এই কথা শুনেই ফের জ্ঞান ফিরে আসে সলমনের।
এই ভিডিও দেখে এখন হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা। সলমনের ‘সেন্স অফ হিউমার’এর প্রশংসাও করেছেন অনেকে। আবার অনেকে মন্তব্য করেছেন, এখনও হয়তো সবকিছু শেষ হয়ে যায়নি ক্যাটরিনা ও সলমনের মধ্যে।