ঘিরে ধরেছিল ৫০০ লোক! মার খেতে খেতে বাঁচেন ভিকি, শ্যুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার অভিনেতার

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য বড়পর্দায় রিলিজ করেছে ভিকি কৌশলের (Vicky Kaushal) নতুন ছবি ‘ব্যাড নিউজ’। এখনও অবধি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে এই সিনেমা। নিজের অভিনয়ের মাধ্যমে ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে অনেকেই জানেন না, আজ অভিনেতা হিসেবে বলিউড কাঁপালেও নিজের কেরিয়ারের শুরুটা কিন্তু সহকারী পরিচালক হিসেবে করেছিলেন ভিকি। অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন অভিনেতা।

শ্যুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন ভিকি (Vicky Kaushal)!

একবার এক সাক্ষাৎকারে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur) ছবির শ্যুটিংয়ের বেশ কিছু অজানা কাহিনী শেয়ার করেছিলেন ‘মাসান’ নায়ক। ভিকি বলেন, ছবিতে সত্যিকারের কয়লা পাচারের দৃশ্য দেখানো হয়েছিল! তবে বেআইনি বালি পাচারের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে বাঁধে বিপত্তি! অভিনেতা বলেন, সেই সময় একজন জমি মাফিয়া কিছু ভুল বুঝে তাঁকে মারতে উদ্যত হয়েছিলেন। শুধু তাই নয়, অল্পের জন্য গ্রেফতার হওয়া থেকেও বেঁচেছিলেন তিনি।

ভিকি (Vicky Kaushal) বলেন, বেআইনি বালি পাচারের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তিনি কার্যত অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, সম্পূর্ণ বিষয়টা ‘খুল্লমখুল্লা’ হচ্ছিল। তা দেখে মনে হচ্ছিল না যে ওটা অবৈধ। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হবে, বৈধ ভাবেই সবটা হচ্ছে। কারণ সেখানে ১-২ টো নয়, লাইন দিয়ে প্রায় ৫০০টা ট্রাক দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুনঃ জলসার এই সিরিয়াল নিয়ে ‘খারাপ খবর’! শেষ হচ্ছে মেগা? নাম দেখেই মন খারাপ দর্শকদের!

‘ব্যাড নিউজ’ নায়কের কথায়, তাঁরা যখন ওই দৃশ্যের শ্যুটিং করতে গিয়েছিলেন তখন প্রায় ৫০০ জন লোক তাঁদের ঘিরে ফেলে। তাঁর সঙ্গে একজন বৃদ্ধ ক্যামেরা অ্যাটেনডেন্ট ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে উনি ইউনিটে ফোন করে জানান, ক্যামেরা ফিরতে সময় লাগবে।

Vicky Kaushal Gangs of Wasseypur

এদিকে সেই কথোপকথন শুনে সেখানে উপস্থিত ব্যক্তিরা ভাবেন, উনি হয়তো প্রভাবশালী কাউকে ফোন করছেন। এরপর সপাটে ওই ক্যামেরা অ্যাটেনডেন্টের গালে চড় কষিয়ে দেন তাঁরা। এরপর ওনার ক্যামেরা কেড়ে নিয়ে তা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবাই মিলে ভিকি (Vicky Kaushal) এবং ওই ব্যক্তিকে মারতে উদ্যত হলে কোনও ক্রমে তাঁরা সেখান থেকে পালিয়ে বাঁচেন। কোন পরিস্থিতিতে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির শ্যুটিং তা শোনার পর অবাক হয়েছিলেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর