বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তরুণ অভিনেতাদের তালিকায় অন্যতম নাম ভিকি কৌশল (vicky kaushal)। এখনো পর্যন্ত যেকটি ছবি তিনি করেছেন সবকটিই হিট হয়েছে। ‘মাসান’ ছবির হাত ধরে বলিউডে পা রাখলেও তখন তেমন পরিচিতি পাননি ভিকি। তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’।
রাতারাতি খ্যাতির চূড়ায় উঠে গিয়েছিলেন অভিনেতা। ২০১৯ সালের এই ছবি ভিকির বলিউড কেরিয়ারে নিঃসন্দেহে বড় মাইলস্টোন। কিন্তু এই ছবিই তাঁর হাতছাড়া হতে বসেছিল নিজেরই দোষে। উরির চিত্রনাট্য পড়ে তেমন পছন্দ হয়নি ভিকির। নিজেকে ছবির সঙ্গে মেলাতে পারেননি। তাই ছবিটি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরি সম্পর্কে বলতে গিয়ে এই অজানা তথ্য ফাঁস করেন ভিকি। তিনি বলেন, “উরি এমন একটা ছবি যেটা আমি ছেড়ে দিতে চেয়েছিলাম। ‘রাজি’র শুটিংয়ের মাঝে আমি চিত্রনাট্যটা পড়েছিলাম। সম্ভবত আমি ক্লান্ত ছিলাম। পরের দিন শুটিংয়ে গিয়ে আমার মনে হল আমি ছবিটার সঙ্গে যুক্ত হতে পারছি না”
অভিনেতাকে ভুল করার হাত থেকে বাঁচান তাঁর বাবা। চিত্রনাট্যটি তিনি পড়ে ভিকিকে বলেন, এই ছবিটা যদি তিনি হাতছাড়া করেন তবে জীবনের সবথেকে বড় ভুল করবেন। বাবার কথা শুনে আরো একবার চিত্রনাট্যটি পড়েন অভিনেতা। দ্বিতীয় বার পড়ায় আগ্রহ খুঁজে পেয়েছিলেন তিনি। বাকিটা সকলেরই জানা।
শোনা যায়, প্রায় ২৪৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। আগামীতে ভূত- পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ, রাজি, সর্দার উধমের মতো ছবিতে অভিনয় করেছেন ভিকি। ভূত তেমন প্রশংসা না কুড়ালেও হালের সর্দার উধম ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। এমনকি অস্কারের দৌড়ের জন্যও মনোনীত হয়েছিল ছবিটি। কিন্তু শেষমেষ তা বাদ পড়ে যায়।
এরপর ফিল্ড মার্শাল স্যাম মানেকশ এর জীবন কাহিনি অবলম্বনে স্যাম বাহাদুর ছবিতে দেখা যাবে ভিকিকে। এছাড়াও ইমমর্টাল অশ্বত্থামা নামে একটি ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। এই ছবিতে ফের উরি পরিচালক আদিত্য ধরের সঙ্গে কাজ করবেন ভিকি।