সাহস আছে বটে! অনেক আগেই সলমনের সামনে বুক চিতিয়ে ক‍্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই মানুষ দেখেছে বলিউডের অন‍্যতম হেভিওয়েট বিয়ে। সাত জন্মের জন‍্য গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। তাঁদের প্রেম ঠিক কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও সর্বসমক্ষে কিন্তু ক‍্যাটকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছিলেন ভিকি। তাও আবার সলমন খানের সামনে! সুযোগ পেয়ে একেবারে ছক্কা হাঁকিয়েছিলেন ভিকি।

ঠিক কী ঘটেছিল? আসলে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেখানেই তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করে অভিনেতা বলেন, “আপনি এত সুন্দর কোনও ভিকি কৌশলকে খুঁজে তাঁকে বিয়ে করে নিন না। এখন তো বিয়ের সিজন চলছে তাই আপনাকে বললাম। ভাবলাম আপনারও হয়তো বিয়ে করার ইচ্ছা জেগেছে।”


ক্যাট পাল্টা প্রশ্ন করলে ভিকি গেয়ে ওঠেন, ‘মুঝসে শাদি করোগি’। তাঁর এই কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। অপরদিকে দর্শকাসনে বসেছিলেন ক্যাটের প্রাক্তন প্রেমিক সলমন খান। এই পুরো বিষয়টা চলাকালীন তাঁর মুখে হাসি লেগেই ছিল।

কিন্তু ভিকির প্রশ্ন শুনেই তিনি অজ্ঞান হওয়ার ভান করে পাশে বসা বোন অর্পিতার কাঁধে ঢলে পড়েন। এদিকে ক্যাটরিনা হাসিমুখে ভিকিকে জানান, তাঁর প্রস্তাব গ্রহণ করার মতো সাহস নেই তাঁর। অভিনেত্রীর মুখে এই কথা শুনেই ফের জ্ঞান ফিরে আসে সলমনের।

এই ভিডিও দেখে সে সময় হেসে লুটোপুটি খেয়েছিলেন নেটজনতা। সলমনের ‘সেন্স অফ হিউমার’এর প্রশংসাও করেছিলেন অনেকে। কিন্তু এটাই যে পরবর্তীকালে বাস্তবে পরিণত হবে তা কি আর কেউ ভেবেছিল? এখন নতুন করে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটনাগরিকরা বলছেন, আসলে তীরটা তখনি মেরে দিয়েছিলেন ভিকি। তাতে ঘায়েলও হয়েছিলেন ক‍্যাটরিনা।

X