ধর্ষণের অভিযোগ কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে, এবার বিষ্ফোরক অভিযোগ নির্যাতিতার বান্ধবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) দেহরক্ষী কুমার হেগড়ের (kumar hegre) বিরুদ্ধে। মুম্বই নিবাসী এক বিউটিশিয়ানকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ডি এন নগর পুলিস থানায় দায়ের করা হয় অভিযোগ।

ইতিমধ‍্যেই এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে কুমার হেগড়ের বিষয়ে মুখ খুলেছেন ওই বিউটিশিয়ান মহিলা। এবার তাঁর বান্ধবী দিব‍্যা কোটিয়ান বিষ্ফোরক অভিযোগ করলেন কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে। সংবাদ মাধ‍্যমকে দিব‍্যা জানান, তাঁর বান্ধবীর সঙ্গে অস্বাভাবিক যৌনসম্পর্ক করতেন কুমার। প্রথমে মাদক সেবন করে তারপর যৌনমিলনে লিপ্ত হতেন তিনি।


সেই সময় অত‍্যন্ত অত‍্যাচারও করতেন তিনি ওই মহিলাকে। দিব‍্যা বলেন, তাঁর বান্ধবী এতই সরল যে এই সব বিষয়ে তাঁর তেমন ধারনা নেই তাই এতদিন সব কিছু সহ‍্য করে আসছিলেন তিনি। এমনকি কুমার হেগড়ে তাঁকে ঠকানোর পরেও তিনি আত্মহত‍্যা করার কথা চিন্তা করছিলেন।
দিব‍্যাই তাঁকে নিয়ে থানায় অভিযোগ জানাতে যান। তাঁর আরো দাবি, কুমার হেগড়ে উভকামী। অর্থাৎ মহিলাদের পাশাপাশি পুরুষদের প্রতিও আকৃষ্ট হন তিনি এবং পুরুষদের সঙ্গেও মিলিত হয়েছেন তিনি। এমন কথা অন‍্যদের কাছ থেকেও শুনেছেন বলে দাবি করেন দিব‍্যা।

তাঁর অভিযোগ, কঙ্গনার দেহরক্ষী হওয়ার সুযোগ নিয়ে মেয়েদের ঠকিয়ে যৌনসম্পর্ক করেন কুমার। তাদের থেকে টাকাও ধার নেন। দিব‍্যা জানান, মায়ের মৃত‍্যুর ব‍্যাপারে মিথ‍্যা বলে কর্ণাটকে চলে গিয়েছেন কুমার। কিন্তু তিনি খবর পেয়েছেন আসলে সেখানে বিয়ে করতে গিয়েছেন কুমার। তখন থেকেই তাঁর ফোন বন্ধ রয়েছে। কিন্তু অন‍্য নম্বর থেকে তাঁর বান্ধবী হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ করেন দিব‍্যা।।তবে এখনো এই বিষয়ে কোনো মন্তব‍্য করেননি কঙ্গনা।

সম্পর্কিত খবর

X