আইসোলেশনেও বর্ণবিদ্বেষের শিকার! গুরুতর অভিযোগ জোফ্রা আর্চারের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ‘বায়ো সিকিওর’ নিয়ম ভঙ্গ করেছিলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। সেই কারণে তাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছিল। ওই সময় কাল তাকে রাখা হয়েছিল হোটেলে আইসোলেশনে। তবে আইসোলেশনে থাকাকালীনও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে এমনই গুরুতর অভিযোগ জানিয়েছেন জোফ্রা আর্চার।

ডেইলি মেইলকে লেখা এক কলামে জোফ্রা আর্চার জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেনস্থা করা হয়েছে। জোফ্রা আর্চার লিখেছেন, “গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামে আমাকে অজস্র গালিগালাজ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ছিল। সেই কারণেই আমি এই ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে সবকিছু জানিয়েছি, যাতে সঠিক নিয়ম মেনে ব্যবস্থা করা হয়।”

1909073475f7bdcd435ee4e7d0c2674c7d9274ba86b43486716479f934b7f4af83330be11

গত কয়েক বছরে বেশ কয়েক বার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন জোফ্রা আর্চার। এই প্রসঙ্গে জোফ্রা আর্চার জানিয়েছেন, ” আন্তর্জাতিক ক্রিকেটে যেমন খ্যাতি আছে তেমনই সমালোচনাও রয়েছে, আমি এই সবকিছু মেনে নিয়েছি। তবে বেশ কয়েক জন বারবার আমাকে গায়ের রং নিয়ে কটাক্ষ করেছেন।”


Udayan Biswas

সম্পর্কিত খবর