তার নাকি মৃত্যু হয়েছে, কিন্তু বহাল তবিয়তে বেঁচে আছেন ভিক্টর বন্দোপাধ্যায়

 

বাংলা হান্ট ডেস্ক: রবিবার বর্ষীয়াণ অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায় এর মৃত্যুর খবরের গুজব ছড়াল সোশ্যাল মিডিয়ায়। এইদিন ফেসবুকের একাধিক পেজে আচমকা খবর শেয়ার করা হয়, অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায় আর নেই। কিন্তু খবরটি ছিল আসলে গুজব।

 

বাংলা, হিন্দি, ইংরেজি ও অসমিয়া সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর বন্দোপাধ্যায়। তাঁর অভিনয় দক্ষতা দর্শেকর মনে দাগ কেটেছে বারবার বিশেষত বাঙালি দর্শকদের কাছে অভিনেতা  ভিক্টর বন্দোপাধ্যায় আলাদা একটা আবেগের নাম।
সত্যজিত রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল, রোমান পোলান্সকি, জেমস আইভোরি, স্যর ডেভিড লিন-এর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়।

7ef4d img 20190624 wa0004

রবিবার দুপুরের দিকে  ভিক্টর বন্দোপাধ্যায়ের মৃ্ত্যুর গুজব ছড়ায় ফেসবুকে। পরে জানা যায়, অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায় বহাল তবিয়তে রয়েছেন।

 

সম্পর্কিত খবর