বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সিনেমা তথা আন্তর্জাতিক স্তরে একজন খ্যাতনামা অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। বাংলা তথা দেশের বাইরেও নিজের অভিনয় প্রতিভা দিয়ে দেশবাসীর মুখ উজ্জ্বল করেছেন তিনি। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ভূমিকায় দেখা যাবে ভিক্টরকে। ‘থিঙ্কিং অফ হিম’ ছবিতে কবিগুরুর চরিত্রে অভিনয় করছেন তিনি।
ইন্দো আর্জেন্টিনীয় ছবি ‘থিঙ্কিং অফ হিম’ মুক্তি পেতে চলেছে আগামী ৬ মে। রবি ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকীতে এই ছবির মাধ্যমেই শ্রদ্ধা জানানো হবে তাঁকে। আর্জেন্টিনীয় লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে কবিগুরুর সম্পর্কের রসায়ন উঠে আসবে ছবির গল্পে।
কবিগুরুর লেখার বিশেষ অনুরাগী ছিলেন ওকাম্পো। ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ পড়েই রবীন্দ্র অনুরাগী হয়ে ওঠেন তিনি। কবিগুরুর স্নেহধন্যা ছিলেন ওকাম্পো। এমনকি শোনা যায়, ১৯২৪ সালে পেরুর স্বাধীনতার শতবর্ষ উদযাপনে যোগ দিতে যাওয়ার সময়ে বুয়েনস আইরেসে চিকিৎসার জন্য বিশ্রামে ছিলেন রবীন্দ্রনাথ। তখন ওকাম্পোই তাঁর সেবা করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সাহিত্য বিষয়ে অনুপ্রেরণার পাশাপাশি আধ্যাত্মিক জাগরণও ঘটেছিল আর্জেন্টিনীয় লেখিকার। ছবির পরিচালনা করেছেন আর্জেন্টিনীয় পরিচালক পাবলো সিজার। ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে অভিনয় করেছেন এলিওনোরা ওয়েক্সলার। এছাড়াও রয়েছেন রাইমা সেন ও হেক্টর বোর্দোনি।
রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয়ের বিষয়ে ভিক্টর বলেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কী ভাবেন তা নিয়ে এই ছবিটি নয়। ভিক্টোরিয়া ওকাম্পোর চোখে রবি ঠাকুর কেমন ছিলেন সেটাই ফুটে উঠবে এই ছবিতে। ওকাম্পো রবীন্দ্র সাহিত্য অনুরাগী ছিলেন। তাঁর বয়স ছিল কবিগুরুর বয়সের প্রায় অর্ধেক।
প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘদিনের কাজের সম্মান পদ্মভূষণ পুরস্কার তুলে দেওয়া হয়েছে অভিনেতার হাতে। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তাঁকে। ৭৫ বছর বয়সী ভিক্টর বন্দ্যোপাধ্যায়পাধ্যায় ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।