ফিরেও তাকাননি প্রসেনজিৎ-শুভশ্রীরা, অসুস্থ প্রভাত রায়কে দেখতে কলকাতায় ছুটে এলেন ভিক্টর

বাংলাহান্ট ডেস্ক: মানুষের জীবনে অনস্ক্রিন এবং অফস্ক্রিন যে কখন মিলেমিশে এক হয়ে যায় তা আগে থেকে বলা মুশকিল। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee) নিয়ে একটি ছবি বানিয়েছিলেন পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। ছবির নাম ‘লাঠি’। বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা মুখ ফিরিয়ে নিলেও এক বৃদ্ধ মানুষের সম্বল হয়ে ওঠে তাঁর লাঠি। প্রভাত রায় হয়তো ভাবতেও পারেননি বাস্তব জীবনেও তাঁকে এমন দিন দেখতে হবে।

বাংলা সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। বহু ক্লাসিক ছবি পরিচালনার পাশাপাশি অনেক সফল অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ারও গড়ে দিয়েছেন তিনি। প্রভাত রায়, যাঁর পরিচালিত ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো নবীন প্রজন্মের অভিনেত্রীরাও।

Prabhat Roy

বর্তমানে গুরুতর অসুস্থ বর্ষীয়ান পরিচালক। বয়সজনিত সমস্যার পাশাপাশি আচমকা রক্তচাপ বেড়ে যাওয়ায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জানা যাচ্ছে, প্রভাত রায়ের প্রতিবেশীরাই খবর দিয়েছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গে আরেক পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীকে নিয়ে অসুস্থ প্রভাত রায়কে হাসপাতালে ভর্তি করান তিনি।

পরিচালক অসুস্থ, খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ‘লাঠি’ ছাড়াও ‘প্রতিদান’, ‘তুমি এলে তাই’ এর মতো ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু বছর হয়ে গেল কলকাতাকে বিদায় জানিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। টলিউডের সঙ্গেও যোগাযোগ ছিন্ন হয়েছে তাঁর।

অভিনেতা থাকেন অনেক দূরের এক পাহাড়ি গ্রামে। কিন্তু প্রভাত রায়ের অসুস্থতার কথা শুনেই তিনি দৌড়ে এসেছেন কলকাতায়। ছুটে গিয়েছেন হাসপাতালে। অসুস্থতার মধ্যেও নিজের ছবির নায়ককে দেখে মুখে হাসি প্রভাত রায়ের। ভিক্টরের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

prabhat roy

তিন চার মাস আগেই টলিউডের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলেছিলেন পরিচালক প্রভাত রায়। সোশ‍্যাল মিডিয়ায় মনে জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি প্রায় ১৫ জন নতুন ছেলেমেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি। রূপা গাঙ্গুলী, ঋতুপর্ণা, টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তার মধ‍্যে তিন জন আমাকে মনে রেখেছে। ঋতুপর্ণা, টোটা, সায়ন্তিকা। বাকি সব অকৃতজ্ঞ। একটা খোঁজও নেয় না।’

গত বছর এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী। ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই কোনো খোঁজ খবর নেননি। জিৎ খোঁজ নেননি। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় আসবেন বলেও আসেননি। ঋতুপর্ণা, টোটা রা ঠিকই এসে দেখা করেছিলেন। রঞ্জিৎ মল্লিক জানানো হয়নি, তাও তিনি এসে দেখা করে গিয়েছিলেন। আসতে না পারলেও ফোনে খোঁজ খবর নিয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু পরিচালকের এই কঠিন সময়ে তাঁর পাশে শুধু দেখা মিলল ভিক্টরের।


Niranjana Nag

সম্পর্কিত খবর