বাংলাহান্ট ডেস্ক : ভিক্টোরিয়াতেও এবার মেট্রো স্টেশন। ওই স্টেশন থেকে নেমেই এবার সোজা ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারবেন মানুষ। ভিক্টোরিয়ার মাত্র ১৫ মিটার নিচ দিয়ে মেট্রো রেলের লাইন যাওয়ার কথা রয়েছে। ভিক্টোরিয়ার মতো সু প্রাচীন স্থাপত্যের নিচে দিয়ে মেট্রো রেল গেলে স্থাপত্যের ফাটল ধরার সম্ভাবনা নিয়ে উঠছে প্রশ্ন।
ইতিমধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষকে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখ্য, বউবাজারের মাটির নিচ দিয়ে মেট্রো লাইন যাওয়ার কারণে সেখানকার বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে। পুরনো বাড়িগুলিতে ফাটল ধরা নিয়ে লেখালেখিও হয়েছে সংবাদ। তাই ভিক্টোরিয়ার মত স্থাপত্যের নিচে দিয়ে মেট্রোরেল যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন।
আরোও পড়ুন : দাদাগিরির মঞ্চেই চমকে দেওয়া তথ্য ফাঁস এই যুবতীর! জানালেন, সৌরভই নাকি তার বাবা
২০১৬ সালে জোকা-বিবাদিবাগ মেট্রোরেল প্রকল্পের আওতায় ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য আবেদন জানানো হয়েছিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে। আইআইটি খড়্গপুর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়।
আরোও পড়ুন : এই দিন থেকেই হবে চৈত্র নবরাত্রি তিথির সূচনা! শ্রীরামচন্দ্রের সাথেই জুড়ে আছে উৎসবের কাহিনী
২০১৬ সাল থেকেই সমীক্ষা চলছে। আর্টিফিশিয়াল স্টিম্যুলেশন বা কৃত্রিম কম্পনের মাধ্যমিক সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে মেট্রো লাইনের কাজ চললে কোন সমস্যা হবে না। রিপোর্ট বলছে, কম্পন এর কারণে স্থাপত্যের ক্ষতি হবে না। তাই ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে অনুমতি দেওয়া হয়েছে মেট্রো রেলওয়ে নির্মাণকারী সংস্থাকে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল এর প্রধান গেটের পাশেই মেট্রো স্টেশন তৈরি হবে। স্থাপত্যের মাত্র ১৫ মিটার নিচে দিয়ে যাবে মেট্রো রেলের ট্রাক। পুরো কাজের তদারকি করবেন মাদ্রাজ আইআইটি-এর বিশেষজ্ঞরা। তবে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, মাটির ওপর যাতে কোন কাঠামো তৈরি না হয় এবং ভিক্টোরিয়ার দিকে প্রবেশ করা এবং বাইরে যাওয়ার পথ যেন বন্ধ না হয়।