ভারতীয় ক্রিড়াপ্রেমীরা সাধারণত মাতামাতি করে থাকেন ক্রিকেট এবং ফুটবল নিয়ে। ভারতীয় ক্রিড়া জগতে প্রথম স্থান পায় ক্রিকেট, তারপরেই ফুটবল। অনেকেই অভিযোগ করেন এই দুই খেলার চাপে পড়ে ভারতের অন্যান্য খেলাধুলার গুলি ওপরের সারিতে উঠতেই পারে না। ফুটবল এবং ক্রিকেটে যে পরিমাণ বরাদ্দ করা হয় তার সিকিভাগও জোটে না অন্যান্য খেলাধুলার সাথে যুক্ত অ্যাসোসিয়েশন গুলির।
তবে পিছিয়ে থেকেও যে অনেক সময় বড়ো কিছু করা যায় সেটাই প্রমান করে দেখালেন ভারতীয় বক্সাররা। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সদস্য প্রকাশিত তালিকা অনুযায়ী 52 কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল। এই প্রথম পুরুষ ও মহিলা মিলিয়ে সেরা 20 জন বক্সারের মধ্যে 12 জনই ভারতীয় বক্সার। এমন রেকর্ড এর আগে আর কখনো হয়নি।
অমিত পাঙ্গাল ছাড়াও ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সার এমসি মেরি কম 51 কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন। অজয় সিং যিনি ভারতের বক্সিং ফেডারেশন সভাপতি তিনি এই ব্যাপারে জানিয়েছেন টোকিও অলিম্পিক এর জন্য প্রস্তুতি শুরু করার আগে ভারতীয় বক্সারদের এই সাফল্য বক্সারের মনোবেল আরও বহুগুণ বাড়িয়ে দেবে। এর ফলে আরো বেশি উৎসাহ নিয়ে ভারতীয় বক্সাররা তাদের প্রস্তুতি শুরু করতে পারবেন।