বাংলাহান্ট ডেস্ক, ভিডিও : যে কোনো পরিস্থিতিতে এক জন জাওয়ানের (jawan) কাছে দেশই সবার আগে। সেই দেশের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যার সাথে লড়াই করেছেন, সেই সহকর্মীর মৃতদেহ কাঁধে নিয়ে নদী পার হলেন জাওয়ানরা। সেই ভিডিও ( video) দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না নেট জনতা।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) জনৈক জাওয়ান সুকমার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার। তার মরদেহ বাড়িতে পৌঁছে দিতে ভেজি গ্রামের উদ্দেশ্যে পাড়ি দেন জাওয়ানরা। কিন্তু পথ আটকায় প্রবল বৃষ্টি। নদীর জলস্তর এতটাই বেড়ে যায় যে গাড়ি নিয়ে তা পার হওয়া অসম্ভব হয়ে পরে।
টানা ২ ঘন্টা গাড়িতে আটকে থাকার পর জাওয়ানরা সিদ্ধান্ত নেন কাঁধে করে সহকর্মীর নশ্বর দেহ পৌঁছে দেবেন বাড়িতে। ভিডিওতে দেখা যায়, তীব্র গতির জলরাশির মধ্যে কফিন কাঁধে করে নদী পার হচ্ছে জাওয়ানরা।
ভিডিওটি সামাজিক মাধ্যমের টুইটারে ভাগ করে নিয়েছেন, অনুরাগ দুয়ারি নামের এক সাংবাদিক। মৃত সহকর্মীর প্রতি এই ভালোবাসা সত্যিই অসামান্য। যা দেখে কুর্নিশ জানাতেই হয়ে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের সদস্যদের।
@crpfindia personnel carried the mortal remains of DRG jawan on foot across a river he breathed his last on Saturday in a hospital in Sukma stuck in the rising waters at the Injaram for over 2 hours before CRPF intervened and carried it across @ndtv @ndtvindia pic.twitter.com/QXPoWyg853
— Anurag Dwary (@Anurag_Dwary) August 17, 2020