বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজ। গ্রামপ্রধান (Panchayat Pradhan) ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর (Minister) ভিডিও ভাইরাল (Video Viral) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। দুই ব্যক্তির কথোপকথন দেখে তো রীতিমতো ‘থ’ নেটজনতা। এক মাতাল গ্রামপ্রধান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অসীম অরুণের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ।
জানা গেছে উত্তর প্রদেশের কনৌজের জালালাবাদ ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত পরসপুরের ঘটনা এটি। গত শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছিলেন। পরসপুর পৌঁছে তিনি দেখেন, গ্রাম প্রধান অফিসে ঘুমিয়ে রয়েছেন। আর তাও আবার আকন্ঠ মদ্যপান করে। তাকে ঘুম থেকে তুলতে গিয়েই ঘটে বিপত্তি।
এমতাবস্থায়, মন্ত্রী অসীম অরুণ তার ঘুম ভাঙাতে গেলে প্রধন জোর গলায় বলে ওঠে – ‘কোন মন্ত্রী’? কথাটা শুনে খানিকটা হকচকিয়েই যান। পরিস্থিতি সামাল দিতে মধ্যস্ততা করে গ্রামবাসীরা। তারা প্রধানকে ধমক দিয়ে জানায় যে, সত্যিই উনি একজন মন্ত্রী। উনি গ্রামের কাজকর্ম কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এসেছেন।
আর এরপরেই ঘটে যায় অভাবনীয় ঘটনা। প্রধান সঙ্গে সঙ্গে মন্ত্রী অসীম অরুণের পায়ের কাছে লুটিয়ে পড়েন। আর সেই মুহুর্তটি কেউ ক্যামেরাবন্দি করে ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে প্রধানের এই অশালীন আচরণের কথা ডিএমকে জানান মন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ডিএম।
সূত্রের খবর, ঐদিন যে মন্ত্রী গ্রাম পরিদর্শন করতে আসবেন তা তিনি আগেভাগে জানানি। সারপ্রাইজ ভিজিটে গিয়ে কাজকর্ম খতিয়ে দেখার পরিকল্পনা ছিল তার। তবে সারপ্রাইজ ভিজিটে গিয়ে তিনি নিজেই যে সারপ্রাইজ পেয়ে যাবেন এটা তিনি একেবারেই আশা করেননি। তবে বিষয়টি ডিএম-র কানে তোলায় ঐ প্রধানের শাস্তির ব্যবস্থা করা হতে পারে বলে খবর।