রানাঘাটের রানুর সঙ্গে করন জোহরের বিয়ে! ভাইরাল ভিডিও দেখে ট্রোলের বন‍্যা সোশ‍্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: করন জোহরের (karan johar) সঙ্গে রানু মন্ডলের (ranu mondal) বিয়ে, এমনই একটি ভাইরাল ভিডিও (viral video) ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বরের বেশে বসে রয়েছেন পরিচালক করন জোহর এবং পাশেই নতুন কনের সাজে সেজেগুজে বসেছেন রানাঘাটের রানু মন্ডল।
না না চমকাবেন না, এমনটা বাস্তবে ঘটেনি। এসবই আসলে নেটজনতার বানানো ট্রোল ভিডিও। করনকে ট্রোল করার জন‍্যই বানানো এই ভিডিও। আর তা পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। নেটিজেনরা ভিডিওটি দেখে হাসি চেপে রাখতে পারছেন না। নানান রকম মন্তব‍্য আসা শুরু হয়ে গিয়েছে কমেন্ট বক্সে।

a film can be made on my life story ranu mondal 1
তবে নেটিজেনের একাংশ বিষয়টাকে ভাল নজরে দেখছেন না। তাদের মতে এতটা বাড়াবাড়ি করা মোটেই উচিত হয়নি। উপরন্তু করনকে ট্রোল করতে গিয়ে রানু মন্ডলকে টেনে আনা ঠিক নয়। তবে তাতেও করনের প্রতি মন গলেনি নেটপাড়ার। তা ভাইরাল ভিডিওটির কমেন্ট বক্সে উঁকি মারলেই দিব‍্যি বোঝা যাবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। করন জোহর ও তাঁর নেপোটিজম নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। সুশান্তের মৃত‍্যুর জন‍্য এখনও নেটিজেনের একাংশ করন জোহরকেই দায়ী করছেন। প্রতিনিয়ত ট্রোল হয়েই চলেছেন তিনি। নেপোটিজমের ধ্বজাধারী, বৃহন্নলা, অসচ্চরিত্র এভাবেই নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণের মুখে পড়ছেন করন।

karan johar21
সম্প্রতি পরিচালকের এক বন্ধু দাবি করেছিলেন এসব ট্রোল সমালোচনার জন‍্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন করন। কিন্তু বাস্তবে দেখা যায় রণবীর কাপুরের পার্টিতে দিব‍্যি খোশ মেজাজে রয়েছেন তিনি। ছবি ভাইরাল হতেই ফের নেটিজেনের আক্রমণের মুখে পড়েন করন। হতাশা, অবসাদ সবই নাটক, মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা, আসলে একেবারেই বদলাননি করন। এমন ভাবেই পরিচালকের দিকে তোপ দেগেছে নেটজনতা। তবে এই প্রসঙ্গে করন এখনও মুখ খোলেননি।

https://www.facebook.com/104965267935718/videos/588670875183211/

Niranjana Nag

সম্পর্কিত খবর