US Capitol এর বাইরে বিক্ষোভ প্রদর্শনে দেখা গেল ভারতীয় পতাকা! চারিদিকে বইছে নিন্দার ঝড়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াশিংটনে US ক্যাপিটলের বাইরে ট্রাম্প সমর্থকদের র‍্যালিতে ভারতে ঝাণ্ডাও দেখা যায়। ক্যাপিটলের বাইরে ট্রাম্প সমর্থকরা যখন আমেরিকার ঝাণ্ডার সাথে সাথে ট্রাম্প ২০২০ আর ট্রাম্প ২০২৪ এর ঝাণ্ডা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। তখনই সেখানে এক ব্যক্তির হাতে ভারতীয় পতাকা দেখা যায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কারণ এই বিক্ষোভ প্রদর্শন আমেরিকার অভ্যন্তরীণ মামলা ছিল। আর ক্যাপিটলের সামনে এবং ভিতরে আজ ট্রাম্পের সমর্থকরা উগ্র প্রদর্শনও করে। এমত অবস্থায় ভারতের পতাকা সেখানে দেখা যাওয়া মানে, আমাদের দেশের নাম খারাপ হওয়া।

বিজেপির সাংসদ বরুণ গান্ধী এই ঘটনার নিন্দা করে বলেন, ‘এটি একটি লড়াই আর আমাদের এই লড়াইয়ে অংশ নেওয়ার কোনও দরকার নেই।”

 

X