বাংলাহান্ট ডেস্ক: ময়ূর ভারতের জাতীয় পাখি। পাশাপাশি ময়ূর একটি খুব সুন্দর পাখিও বটে। ময়ূরের মধ্যে বেশ একটা রাজকীয় ভাব আছে যা ‘জাতীয় পাখি’ তকমাটির যথাযথ উপস্থাপনা করে। বর্ষাকালে পেখম তুলে ময়ূরের নাচ অন্যতম একটি দর্শনীয় ব্যপার।
এত যে ভূমিকা করলাম এসব কারওরই অজানা নয়। আচ্ছা বলুন তো, ময়ূরের গায়ের রঙ কী? গাঢ় নীল তাই তো? যা থেকে তৈরি হয়েছে ময়ূরকণ্ঠী রঙ। যদি বলি লাল রঙের ময়ূরও হয়, তবে?
https://www.facebook.com/yourfascinatingthings/videos/316912715572332/
হ্যাঁ, ঠিকই পড়েছেন সম্প্রতি লাল রঙের ময়ূরের ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল রঙের একটি ময়ূরের পেখম মেলার দৃশ্য। ময়ূরটির গায়ের পালকগুলির রঙ লাল হলেও পেখমের পালকের রঙ নীল ও লাল মেশানো। বলা হচ্ছে এই লাল ময়ূর নাকি বেশ বিরল। মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে হইচই পড়ে গিয়েছে। বলা বাহুল্য এমন অভাবনীয় দৃশ্য ভাইরাল তো হবেই।
সাধারণত মেঘলা বা বর্ষার দিনে পেখম মেলে ময়ূর। সেই দৃশ্য দেখার জন্য পর্যটকদের ভিড়ও হয় চোখে পড়ার মতো। অনেকেই ক্যামেরাবন্দি করে রাখেন সেই অপরূপ দৃশ্য।