দিনের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে বিশালাকৃতি অদ্ভূতদর্শন প্রাণী! ভাইরাল ভিডিও দেখে ভয়ে কাবু নেটদুনিয়া

বাংলাহান্ট ডেস্ক: আমাদের এই পৃথিবীর বাইরে সত‍্যিই কি রয়েছে আরও একটি পৃথিবী? সেই গ্রহেও কি রয়েছে প্রাণের অস্তিত্ব? সত‍্যিই কি এলিয়েন বলে কিছু আছে? এই প্রশ্নগুলি নতুন নয়। প্রাচীনকাল থেকেই ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের কৌতূহল কম নেই। সে গল্প হোক বা সিনেমা, এলিয়েনরা (alien) বারে বারে এসেছে আমাদের পৃথিবীতে। কখনও তারা ভাল আবার কখনও রীতিমতো ভয় ধরানো।
মাঝে মাঝেই এমন প্রচুর ভিডিও (video) ভাইরাল (viral) হয় যেখানে দাবি করা হয় ভিনগ্রহের প্রাণীদের আকাশযান বা ইউএফও দেখা গিয়েছে আকাশে। অনেক সময় ক‍্যামেরাবন্দিও হয়েছে কিছু আশ্চর্যজনক বস্তু। কিন্তু আদৌ তা ইউএফও কিনা তা কিন্তু জোর দিয়ে বলতে পারেননি বিজ্ঞানীরা। তবে এবারে এমন একটি ভিডিও প্রকাশ‍্যে এসেছে যা দেখে আশ্চর্য হওয়ার পাশাপাশি ভয়ও পেয়েছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা গিয়েছে একটি লোকালয়ের ফাঁকা মাঠে দাপিয়ে বেড়াচ্ছে একটি অদ্ভূতদর্শন জীব। বিশালাকৃতির এই জীবটি চারপেয়ে হলেও মুখটা কিছুটা মানুষের মতো। অথচ বাকি শরীরে সঙ্গে মানুষের শরীরের কোনও সাদৃশ‍্য নেই। জীবটি কি, কোথা থেকে এল, ভিডিওটিই বা কোথাকার কিছুই জানা যায়নি।

IMG 20200502 WA0070
এই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ‍্যেই দেখে ফেলেছেন এই ভিডিও। কেউ কেউ বলছেন, এটা নেহাতই এডিট ও ফটোশপের খেলা। আবার অনেকে বলছেন, এটা সত‍্যি হলেও হতে পারে। বাংলাহান্ট এই ভিডিওর সত‍্যতা যাচাই করেনি।
নেটদুনিয়ায় প্রায়ই কোনও কোনও ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি জানা গিয়েছিল ইউএফওর খৌঁজ পাওয়া গিয়েছে। এর আগেও ক‍্যামেরায় ধরা পড়েছে বহু সন্দেহজনক দৃশ‍্য। তবে এই প্রাণীর মতোই সেই ভিডিওগুলিরও সত‍্যতা জানা যায়নি।


Niranjana Nag

সম্পর্কিত খবর