বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। এবার ভাইরাল হয়েছে এক হাড়হিম করা ভিডিও যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে এক বিশাল পাইথন। তার গলাও জড়িয়ে ধরেছে। শ্বাস প্রায় বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।
ব্যক্তির আশেপাশে ভিড় জমে যায় মুহূর্তের মধ্যে। সকলে মিলে অনেক চেষ্টা করে শেষে মুক্ত করে ওই ব্যক্তিকে। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে তাকান ওই ব্যক্তি। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।
https://www.facebook.com/reptilehunter/videos/2645726665715892/
অনেকে মন্তব্য করেছেন ভিডিওতে একটি ছাগলকেও দেখা যাচ্ছে। তাহলে ছাগলটিকে ছেড়ে ওই ব্যক্তিকে ধরল কেন পাইথন? আরেকজন লিখেছেন, পাইথন সাধারনত মুখ থেকে খাবার ফসকে গেলে সামনে শিকার থাকলে সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপায়। কিন্তু এক্ষেত্রে সম্ভবত পাইথনটি হাঁপিয়ে গিয়েছিল।