বাংলাহান্ট ডেস্ক, ভিডিওঃ হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। এরই মধ্যে এগিয়ে আসছে স্বাধীনতা দিবস (independence day)। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নিয়মে চলছে প্রস্তুতি। মাস্ক, সামাজিক দূরত্ব আর রেইনকোটকে সঙ্গী করেই জোর কদমে চলছে মহড়া।
প্রসঙ্গত, এই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশ কিছু পরে পরিবর্তন হতে চলেছে। করোনা ভাইরাস সংক্রমণকে মাথায় রেখে এই বছর কোনো বিদ্যালয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে না। শুধু মাত্র করোনা নেগেটিভ জাওয়ান ও আধিকারিকরা এই অনুষ্ঠানে যোগদান করবে।
ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। সকাল ৪ টে থেকে ১০টা পর্যন্ত লাল কেল্লার আশেপাশে অনুমোদিত গাড়ি চলাচল নিষিদ্ধ হয়েছে।
#WATCH Full dress rehearsal at Red Fort today for 74th Independence Day celebrations pic.twitter.com/dNEXobRsue
— ANI (@ANI) August 13, 2020
লাল কেল্লায় ভাষণ দিলেও এবারের চিত্রটা তার থেকে অনেকটাই আলাদা হবে। তারই প্রস্তুতি চলছে লাল কেল্লায়। দেখুন ভিডিও