মর্মান্তিক! মাটিতে শুয়ে কাতরাচ্চে বাবা, জল দিতে বাধা মেয়েকে

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপ যত বেড়েছে ততই একের পর এক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়েছে দেশ। কোথাও অক্সিজেনের অভাবে রোগীর তীব্র আর্তনাদ, কোথাও হাসপাতালে বেড না পাওয়ায় কাতরাতে কাতরাতে যন্ত্রণার মৃত্যু একাধিক ঘটনা বারবার ছিন্নভিন্ন করে দিয়েছে আমাদের চেতনাকে। এমনকি কোভিড আক্রান্ত লাশের শেষকৃত্য পড়তে তার খোঁজ পর্যন্ত নিতে আসেননি পরিবারবর্গরা। কোভিডের জেরে এ ঘটনাও হামেশাই ঘটতে দেখেছে দেশ। এবার সামনে এলো এমনই এক মর্মান্তিক দৃশ্য। করোনা আক্রান্ত বাবার মুখে এক ফোঁটা জল দিতে চেয়ে আর্তনাদ করছে মেয়ে, অথচ তাকে বাবার কাছে যেতে দিতে চাননা আতঙ্কগ্রস্থ মা। শেষ পর্যন্ত সব বাধা ছাড়িয়ে বাবার মুখে জল সে ঢেলে দিতে পেরেছে ঠিকই কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্ধপ্রদেশের এই ভাইরাল ভিডিওটি রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে গোটা নেটদুনিয়ায়।

ওই ব্যক্তির বয়স বছর ৫০। খবর অনুযায়ী বিজয়ওয়াড়ায় কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। স্বাভাবিকভাবেই এরপর ফিরে আসেন শ্রীকাকুলাম এ নিজের বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গ্রাম তো নয়ই নিজের ঘরেও জায়গা হয়নি তার। গ্রামের বাইরে একটি মাঠে কুঁড়ে ঘর বানিয়ে থাক ছিলেন তিনি।কিন্তু ক্রমশই অবস্থার অবনতি হতে থাকে। গ্রামেরই এক বাসিন্দার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছেন করোনা আক্রান্ত ওই ব্যক্তি। পাশেই দাঁড়িয়ে কাঁদছে তার ১৭ বছরের কিশোরী মেয়ে। বাবার মুখে বোতলে করে একটুখানি জল দিতে চায় সে। কিন্তু করোনার আতঙ্কে তাকে টেনে রেখেছে তার মা। ভিডিও করা ব্যক্তি কোন সাহায্য না করলেও, শেষ পর্যন্ত তিনি বলেন যেহেতু তারা সকলেই করোণা আক্রান্ত তাই মেয়েটি জল দিতে পারে। এর পরেই মায়ের হাত ছাড়িয়ে বাবার মুখে জল ঢেলে দেয় মেয়েটি।

ভিডিও করা ওই ব্যক্তি আরো বলেন, কদিন আগে করণা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার জন্য কোন বেড পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই মারা যান ওই ব্যক্তি। এই চাঞ্চল্যকর ভিডিও রীতিমতো নাড়িয়ে দিয়েছে সকলকে। অপর একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গেও। বছর ৫৫ বয়সের এক মহিলা তীব্র জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে স্থান সংকুলান হলেও বেশিক্ষণ বাঁচানো যায়নি তাকে। কিছুক্ষণ বাদেই অতি মর্মান্তিকভাবে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মতোই করোনা পরিস্থিতি উদ্বেগজনক অন্ধ্রপ্রদেশেও। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, এখানে নতুন করে প্রায় ২০ হাজার জন সংক্রমিত। মৃত্যু হয়েছে ৭১ জনের। এপর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ১১ লক্ষ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর