এ কোন রুপে প্রকাশ্যে এলেন বিদ্যা বালন, চর্চা তুঙ্গে

 

বাংলা হান্ট ডেস্ক : বছর চল্লিশের এই অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য এখনও মুখিয়ে থাকে দর্শক।বরাবর ছিপছিপে তন্বী রহস্যকে টেক্কা দিয়ে কিছুটা স্থুলাকৃতেই স্বচ্ছন্দ ভাবে ধরা দিয়েছেন তিনি। এজন্য হয়েছেন বডি শেমিং এরও শিকার। নেটিজেনদের সমালোচনার মুখেও বহুবার পড়েছেন।

 

তবে তিনি সম্প্রতি ঘুরতে গেছেন এবং বালিতে গিয়ে সেই এনজয়মেন্টের ছবিও শেয়ার করেছেন তিনি।সমস্ত গুজবকে ফুৎকারে উড়িয়ে আবারও আনন্দে মেতেছেন তিনি।

14f2a img 20190612 wa0027

তবে তার এখন পর্দায় অনিয়মিত মুখ এখন দেখার আগ্ৰহে দর্শক। তিনি এখন কবে তার ভক্তকুলের জন্য একঝলক সুখবর দিতে পারেন।

সম্পর্কিত খবর