‘বডি শেমিং করলে…’ ট্রোলারদের যোগ্য জবাব দিলেন বিদ্যা বালান

ভুলভিলাইয়া, ডার্টি পিকচার, শকুন্তলা ইত্যাদি ছবির মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন বিদ্যা বালান (Vidya Balan)। তাঁর অন ক্যামেরা অ্যাপিয়ারেন্স দারুন। তবে হামেশাই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। শুনতে হয় বডি শেমিং। তবে, এইসবে খুব একটা গুরুত্ব আরোপ করেন না অভিনেত্রী। নিজের মতো থাকতেই বেশি পছন্দ করেন তিনি। বর্তমানে অভিনয় ও সংসারে মন দিয়েছেন তিনি।

হামেশাই তাঁর নামে কথাক্ষ ছড়ায় ট্রোলাররা। একসময় চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিদ্যা বালানের (Vidya Balan) শাড়ি বিতর্ক। একাধিক মানুষ মনে করতেন শাড়ি পড়তে পারেন না বিদ্যা। বলতেন শাড়ি পড়লে তাঁকে একেবারে মানায় না। এই কথার জবাব মুখে দেননি অভিনেত্রী। দিয়েছেন কাজে। বর্তমানে প্রায় প্রতিটি ইভেন্টেই শাড়িতে দেখা মেলে তাঁর। আর তাঁর অনুরাগীদের মোট বর্তমানে বিদ্যা নাম শুনলেই গুতে ওঠে অভিনেত্রীর শাড়ি পড়া ছবি।

Vidya Balan

উত্তরে এক সাক্ষাৎকারে সেই প্রথম মুখ খুলেছিলেন বিদ্যা বালান (Vidya Balan)

একাধিকবার বডি শেমিংয়ের মুখেও পড়তে হয়েছে তাঁকে। শুনেছেন কটাক্ষ। ইন্ডাস্ট্রিতে ছিপছিপে চেহারা নিয়ে আসা মেয়েটি হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার বিষয়টি হজম হয়নি দর্শকদের। তাই তাঁদের মধ্যে কেউ কেউ শুরু করেছিলেন বিদ্যা নামে কটাক্ষ। তবে, সেই সবেও যে তিনি খুব একটা গুরুত্ব দিয়েছিলেন তা কিন্তু নয়। বরং এগিয়ে গিয়েছিলেন নিজের পথেম তবে, শারীরিক সমস্যার জন্য, বর্তমানে ওজন কমানোর পর্যায়ে রয়েছেন বিদ্যা।

ঘটনাটি বছর কয়েক আগের। সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়লেই কমেন্টে বয়ে যেত কটাক্ষের বন্যা। ‘আপনি এত মোটা কেন?’ থেকে শুরু করে ‘কুৎসিৎ’ পর্যন্ত সব কটাক্ষই শুনতে হয়েছে তাঁকে। এর উত্তরে এক সাক্ষাৎকারে সেই প্রথম মুখ খুলেছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমাদের এখানে কারো সঙ্গে দেখা হলে আগে সে বলে এত মোটা হলে কি করে?, এত রোগা হলে কি করে? ইত্যাদি। কেউ জিজ্ঞাসা করে না অপর ব্যক্তিটি সুস্থ রয়েছে কি না? কিংবা তাঁর জীবনে কোনও সমস্যা রয়েছে কি না? আমি এসব একদম পছন্দ করি না। আর এগুলোকে কানেই তুলি না।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর