‘কুৎসিত মনে হত, ৬ মাস নিজেকে…’, প্রযোজকের অফিসে কী হয়েছিল বিদ্যার সঙ্গে?

বাংলাহান্ট ডেস্ক : হিন্দি ছবির জগতে অন্যতম শক্তিশালী অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে। বিদ্যা এমন একজন অভিনেত্রী যাঁর মতো ভার্সেটাইল কেরিয়ার সম্ভবত বর্তমান প্রজন্মে কোনো বলিউড অভিনেত্রীরই নেই। ‘কাহানি’তে বিদ্যা বাগচীর চরিত্রে সাসপেন্স গড়ে তোলা থেকে ‘ডার্টি পিকচার’এ সিল্ক স্মিতার চরিত্রে উষ্ণতা বাড়ানো, আবার তাঁকেই ‘ভুলভুলাইয়া’তে দেখা গিয়েছে ‘মঞ্জুলিকা’ চরিত্রে। সব ধরণের চরিত্রেই তিনি অত্যন্ত সাবলীল। অথচ এই বিদ্যার (Vidya Balan) কেরিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটেছিল যা দাগ ফেলে দিয়েছিল তাঁর মনে।

কেরিয়ারের শুরুতেই খারাপ অভিজ্ঞতা হয় বিদ্যার (Vidya Balan)

সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ এর প্রচারে এসে বিদ্যা (Vidya Balan) ফাঁস করেন সেই অভিজ্ঞতা। কেরিয়ারের শুরুতেই এক প্রযোজক তাঁর সঙ্গে যা করেছিলেন, তা কোনোদিন ভুলবেন না তিনি। সেবার একটি তামিল ছবির শুটিং করছিলেন বিদ্যা (Vidya Balan)। নায়ক ছিলেন মোহনলাল। কিন্তু দুদিন হতে না হতেই আচমকা সরিয়ে দেওয়া হয় বিদ্যাকে। হতভম্ব অভিনেত্রী নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে পৌঁছান ছবির প্রযোজকের চেন্নাইয়ের অফিসে।

আরো পড়ুন : রণবীর-দীপিকার দিওয়ালি ধামাকা, প্রকাশ্যে নবজাতকের প্রথম ছবি! কী নাম রাখলেন মেয়ের?

কী বলেছিলেন প্রযোজক?

আচমকা কেন ছবি থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে? কারণ জানতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল বিদ্যার (Vidya Balan)! স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, তাঁর দুদিনের শুটিংয়ের কিছু অংশ দেখিয়ে চরম তাচ্ছিল্য ভরে প্রযোজক তাঁর বাবা মাকে বলেছিলেন, কোন দিক থেকে ওকে নায়িকার মতো লাগে! না জানে অভিনয়, না নাচ! কোনো উত্তর দিতে পারেননি বিদ্যা (Vidya Balan)। শুধু মনে মনে বলেছিলেন, মাত্র দু দিন তো শুটিং হয়েছে। নাচ অভিনয় দেখানোর সুযোগটা তিনি পেলেন কই!

আরো পড়ুন : মুম্বই নিবাসী, ‘ডাক্তারবাবু’কে ছেড়ে শাহরুখের ঘরের মানুষের সঙ্গে প্রেম! বিরাট চমক দিলেন ঋতাভরী

ভেঙে পড়েছিলেন অভিনেত্রী

কিন্তু ওই ঘটনাটা মন থেকে ঝেড়ে ফেলতে প্রচুর বেগ পেতে হয়েছিল বিদ্যাকে (Vidya Balan)। অভিনেত্রী জানান, ওই প্রযোজকের তাচ্ছিল্য, অপমান তাঁর আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছিল। নিজেকে কুৎসিত মনে হত তাঁর। এতটাই যে ৬ মাস নিজেকে আয়নায় পর্যন্ত দেখেননি বিদ্যা।

Vidya Balan

তবে অভিনেত্রী বলেন, ওই ঘটনায় একটা উপকারও হয়েছিল তাঁর। কেরিয়ারের শুরুতে হওয়ায় দয়ালু হতে শিখেছিলেন তিনি। বিদ্যার মতে, কথায় অনেক জোর থাকে। শুধুমাত্র কথার মাধ্যমে একটা মানুষকে দুমড়ে মুচড়ে ফেলা যায়। তাই কথা বলার সময় শব্দ বাছাই করে বলা উচিত বলে মনে করেন বিদ্যা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর