কেন গলায় গাছ পড়ে ঘুরছেন বিদ্যা? জানালেন আসল কারণ

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে (Vidya Balan) ইন্ডাস্ট্রির সেই সব অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয় যাঁরা স্টাইল, ফ্যাশনের দিকথেকে অনায়াসেই মাত দিতে পারে নি অভিনেত্রীদের। তাঁর পোশাকের ধরন বা চলচ্চিত্র যাই হোক না কেন, বিদ্যা (Vidya Balan) সবসময় অন্যরকম কিছু করার চেষ্টা করেন। বর্তমানে বিদ্যার একটি ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভিডিওতে, তাঁকে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে এবং তাঁর গলায় একটি অদ্ভুত হার দেখা যায়। এই হারে, লকেটের পরিবর্তে একটি দেখা যাচ্ছে একটি গাছকে।

অনেকেই মনে করছে এই গাছটি তাঁদের চেনা। জ্যাকি শ্রফ এরকমই একটি হার পড়েন। হ্যাঁ, জ্যাকি শ্রফের কাছ থেকে এই উপহার পেয়েছেন বিদ্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন বিদ্যা বালান। ভিডিওতে তাঁকে গাড়ির পেছনের সিটে বসে থাকতে দেখা যায়। আর তাঁর গলায় তিনি কী পড়ে আছেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, বিদ্যা বলেন যে ‘এই গাছটা আমাকে উপহার দিয়েছেন জ্যাকি শ্রফ। আমি মনে করি এটি বেশ শান্ত। এটা আমাকে অক্সিজেন দিচ্ছে। আমি এটাকে ভালোবাসি।’

   

Vidya Balan

বর্তমানে বিদ্যার (Vidya Balan) একটি ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে

প্রসঙ্গত, বিদ্যা বালান প্রায়ই মজাদার এবং বিনোদনমূলক রিল এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আজকাল, বিদ্যা বালান সোশ্যাল মিডিয়ায় বেশ অনেকগুলি রিল শেয়ার করছেন এবং মানুষকে আনন্দ দিচ্ছেন। ভক্তরাও অনেক পছন্দ করছেন তাঁর এই ভিডিওগুলো।

কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, বিদ্যা বালানকে শেষ দেখা গিয়েছিল ‘দো অর দো পেয়ার’-এ। আর এখন তাঁকে দেখা যাবে তাঁর আসন্ন ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ কার্তিক আরিয়ানের সঙ্গে। যেখানে তাঁকে আবার মঞ্জুলিকা ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি ২০২৪ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খবর অনুযায়ী, আনিস বাজমী পরিচালিত এই ছবির টিজার চলতি মাসেই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর