বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে কার না ভালো লাগে! তাই সময় পেলেই আমরা বন্ধু-বান্ধব অথবা প্রিয়জনের সাথে ঘুরতে চলে যাই পছন্দের জায়গায়। ভারতের মতো সুবিশাল দেশে টুরিস্ট স্পটের কমতি নেই। পাহাড় থেকে জঙ্গল, সমুদ্র থেকে মরুভূমি, ভারত যেন নিজেই সব পেয়েছির দেশ। তবে অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে ঘুরতে যাওয়ার।
আরোও পড়ুন : পলিগ্রাফ টেস্টে ওলটপালট সব! ‘ধর্ষণ খুন করিনি, আমায় ফাঁসানো হয়েছে’, বিস্ফোরক সঞ্জয়
স্বপ্ন থাকলেই তো হবে না, বিদেশে ঘুরতে যাওয়ার জন্য পকেটের জোরটাও জরুরী। তবে ভারতের কাছেই এমন একটি দেশ রয়েছে যেখানে গেলে অত্যন্ত কম খরচে আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন সত্যি হতে পারে। এই দেশটিতে ভারতের ১ টাকা প্রায় ৩০০ টাকার সমান। দক্ষিণ চীন সাগরে অবস্থিত ভিয়েতনামের (Vietnam) মুদ্রার দাম ভারতীয় মুদ্রার থেকে অনেকটাই কম।
ভিয়েতনামের (Vietnam) মুদ্রার বিবরণ
ভিয়েতনামে যে মুদ্রা ব্যবহৃত হয় তার নাম ডং। ৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী , ১ ভারতীয় টাকা ভিয়েতনামের (Vietnam) ২৯৪ ডং এর সমান। অর্থাৎ ভিয়েতনামে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে খুবই একটি পছন্দের ডেসটিনেশন ভিয়েতনাম। ভারতীয় পর্যটকদের মধ্যেও উৎসাহ বাড়ছে ভিয়েতনামকে নিয়ে।
হ্যানয়, হালোং বে, হো চি মিন সিটি, হোই অ্যান, ডা ন্যাং-সহ একাধিক ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে এই দেশে। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন পর্যটকদের মুগ্ধ করে, তেমনই ভিয়েতনামের ঐতিহাসিক গুরুত্বও পর্যটকদের আকর্ষণের অন্যতম একটি কারণ। যারা স্বল্প খরচে বিদেশ ভ্রমণে যেতে চান তাদের কাছে সেরা বিকল্প হতে পারে ভিয়েতনাম (Vietnam)।
‘মিথ্যা বেশি দিন চলে না!’ সন্দেশখালি ইস্যুতে মমতার মন্তব্যে বিরাট শোরগোল