বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন বিনোদনের ক্ষেত্রে সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা এখনো সর্বাধিক দর্শকদের কাছে। উপরন্তু দর্শকদের বদলাতে থাকা পছন্দের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের ধরণ ধারণ। বিভিন্ন বয়সের দর্শকদের জন্যও নিয়ে আসা হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদের সিরিয়াল (Serial)।
আগের থেকে সিরিয়ালের (Serial) ধরণ বদলেছে
সিরিয়ালের (Serial) ধরণ আগের তুলনায় অনেকটাই বদলেছে। বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে ধারাবাহিকে (Serial)। আধুনিক বাস্তবসম্মত গল্পই এখন বেশি পছন্দ করছেন দর্শকরা। কিছু কিছু সিরিয়াল এই মন্ত্রে ভালো টিআরপিও তুলছে। তবে এখনো বিভিন্ন কারণে ট্রোলড হয়ে থাকে ধারাবাহিকগুলি।
জনপ্রিয় সিরিয়াল নিয়ে সমালোচনা: কিছু কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চর্চা হয়ে থাকে। কখনো কখনো সমালোচনার মুখেও পড়ে ধারাবাহিক। সম্প্রতি জি বাংলার টিআরপি টপার মেগার (Serial) কিছু দৃশ্য নিয়ে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ‘পরিণীতা’। বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা সর্বোচ্চ টিআরপি দিয়ে আসছে এই ধারাবাহিক (Serial)।
আরো পড়ুন : আমেরিকাকে খুশি করতে বড় চাল ভারতের! নেওয়া হল বড় সিদ্ধান্ত, লাগু ১ এপ্রিল থেকেই
কী চলছে গল্পে: সম্প্রতি সিরিয়ালে (Serial) দেখানো হয়েছে, আবারও ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে ফিরে এসেছে পারুল। আর সে আসতে না আসতেই এদিকে ওঙ্কারের উপরে শুরু হয়েছে ব়্যাগিং (Serial)। ওঙ্কারের বিরুদ্ধে হওয়া ব়্যাগিং চিরতরে বন্ধ করতে বন্ধ প্ল্যান বানায় পারুল। রায়ান আর তার দলবলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ছেলে সেজে বয়েজ হোস্টেলে ঢোকে সে।
আরো পড়ুন : পায়ে পায়ে ১০০০ পর্বে ‘অনুরাগের ছোঁয়া’, অবশেষে ইতি টানবে গল্পে, নাকি ফের নতুন চমক?
এদিনের পর্ব বেশ জমজমাট হলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। ব়্যাগিং এর মতো অনৈতিক বিষয় কেন দেখানো হচ্ছে সিরিয়ালে, প্রশ্ন তুলেছেন অনেকে। তরুণ প্রজন্ম এসব দেখে ভুল ভাবে প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন। তবে এ বিষয়ে নির্মাতাদের তরফে কোনো মন্তব্য করা হয়নি। আগামীতে ব়্যাগিং রুখতে পারুল আদৌ সক্ষম হবে কিনা তাও এখনো স্পষ্ট নয়।