বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) গল্প দর্শকদের আগ্রহ জাগাতে না পারলে তা টিকতেও পারে না বেশিদিন। কিছুদিন যেতে না যেতেই আকর্ষণ হারাতে শুরু করে দর্শক। সঙ্গে পাল্লা দিয়ে কমে টিআরপি। দর্শক ফেরাতে তখন টুইস্ট আনেন নির্মাতারা। গল্পের মোড় ঘুরে যায়। কিন্তু সবসময় যে তাতে ইতিবাচক ফল হয় এমন কোনো অর্থ নেই। অনেক সময় লেবু বেশি কচলাতে গিয়ে তেতো হয়ে যায়।
ফের নতুন চমক সিরিয়ালে (Serial)
জি বাংলার সিরিয়ালের (Serial) ক্ষেত্রেও হয়েছে এমনটাই। এক বছর পূর্ণ করেছে সিরিয়ালটি। অথচ বর্তমানে গল্প কার্যত খেই হারিয়ে ফেলেছে। একঘেয়েমি এসে যাওয়ায় বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। বড়সড় প্রভাব পড়েছে টিআরপিতেও। নম্বর কমেছে অনেকটাই। আর এবার টিআরপি বাড়াতে ফের নতুন মোড় নিয়ে এলেন নির্মাতারা।
বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকরা: জি এর একসময়কার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘মিঠিঝোরা’। শুরুটা বেশ ভালোই হয়েছিল। প্রথম থেকেই গল্পের মুখ অন্যদিকে ঘুরিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিল ধারাবাহিকটি। কিন্তু গতি ধরে রাখতে ব্যর্থ হয় মিঠিঝোরা (Serial)। ধীরে ধীরে গল্পে একঘেয়েমি আসার অভিযোগ জানিয়েছিলেন দর্শকরা। বিশেষ করে রাই চরিত্রটির বারংবার অপমানিত হয়েও অনির্বাণের কাছেই ফিরে যাওয়ার বিষয়টি মানতে পারেননি দর্শকদের অনেকেই। শৌর্যর সঙ্গে রাইয়ের মিল দেখানোর দাবি জানিয়েছিলেন অনেকে।
আরও পড়ুন : প্রেম দিবসে “লাগামহীন” রোম্যান্স! TRP ধরতে সমস্ত আগল ভাঙল জলসার মেগা
কী চলছে সিরিয়ালে: কিন্তু কার্যক্ষেত্রে তেমনটা হল না। সিরিয়ালের (Serial) দর্শকরা জানেন, রাই আদৌ কিছুই ভোলেনি। আর এবার তার বাড়ির সকলে এবং অনির্বাণও তার খোঁজ পেয়ে চলে আসে। এতকিছু সত্ত্বেও আবারো রাইকে সুযোগ দেওয়ার কথা বলে সে। কিন্তু রাই পরিষ্কার জানিয়ে দেয়, সে আর অনির্বাণকে নিজের জীবনে চায় না।
আরও পড়ুন : আর ধরে রাখা গেল না, মার্চেই শুরু নতুন সিরিয়াল, “খরচের খাতা”য় চলে গেল জনপ্রিয় মেগা
এদিকে ইতিমধ্যেই খবর মিলেছে, আগামী মহাপর্বে (Serial) দেখা যাবে আবারো অনির্বাণকেই বিয়ে করছে রাই। আর এই কাণ্ড দেখেই রীতিমতো ক্ষুব্ধ দর্শকরা। অনেকে কটাক্ষ করেছেন, ‘আবার বিয়ে!’ নতুন করে অনির্বাণের সঙ্গেই রাইয়ের বিয়ে ঠিক হতেই সিরিয়াল বন্ধের দাবি তুলেছে অনেকে।